বিপিএল

সিলেটকে হারিয়ে দুইয়ে উঠল চট্টগ্রাম কিংস

চার ম্যাচ খেলে এটা চট্টগ্রামের তৃতীয় জয়। তাদের সমান ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের দল খেলেছে পাঁচ ম্যাচ। সিলেট ছয় ম্যাচে দুই জয়ে রয়েছে টেবিলের পঞ্চম স্থানে।

বিপিএলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেল চট্টগ্রাম কিংস। আজ সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২০৩ রানের সৌধ গড়ে মোহাম্মদ মিঠুনের দল। জবাব দিতে নেমে সিলেট ৮ উইকেটে ১৭৩ রান তুলতে সমর্থ হয়।

বিপিএলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেল চট্টগ্রাম কিংস। আজ সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২০৩ রানের সৌধ গড়ে মোহাম্মদ মিঠুনের দল। জবাব দিতে নেমে সিলেট ৮ উইকেটে ১৭৩ রান তুলতে সমর্থ হয়।

ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক (৩৩ বলে ৬০) এবং দুই পাকিস্তানি ব্যাটার উসমান খান (৩৫ বলে ৫৩) ও হায়দার আলীর (১৮ বলে ৪২) ব্যাটে ভর করে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে চট্টগ্রাম। তানজিম হাসান সাকিব ৩৮ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে স্কটিশ খেলোয়াড় জর্জ মানসির (৩৭ বলে ৫২) ফিফটির পরও জয়ের কাছাকাছি পৌঁছতে পারেনি সিলেট। শেষ দিকে জাকের আলী (২৩ বলে ৪৭*) প্রাণান্ত চেষ্টা করলেও আস্কিং রেট এতই বেশি ছিল যে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।

চার ম্যাচ খেলে এটা চট্টগ্রামের তৃতীয় জয়। তাদের সমান ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের দল খেলেছে পাঁচ ম্যাচ। সিলেট ছয় ম্যাচে দুই জয়ে রয়েছে টেবিলের পঞ্চম স্থানে।

আরও