২৪ ফুটবলার নিয়ে শিলং গেল বাংলাদেশ দল

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা।

প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন হামজা চৌধুরী, যিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলে থাকেন। একটি সময় খেলেছেন প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে।

ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা।

২৪ জনের দল নিয়ে যাচ্ছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। ৩৮ জনের প্রাথমিক দল থেকে ২৮ জনকে নিয়ে সৌদিতে ক্যাম্প করতে যান হেড কোচ। ক্যাম্পে ছিলেন না হামজা চৌধুরী। ক্যাম্প শেষে ইতালি প্রবাসী ফাহমিদুল হকসহ তিন ফুটবলারকে বাদ দেয়া হয়। ভারত সফরে যাওয়ার আগে আরো দুজন দল থেকে বাদ পড়েছেন।

প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন হামজা চৌধুরী, যিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলে থাকেন। একটি সময় খেলেছেন প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে।

২৫ মার্চ শিংলয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে ভারতের বিপক্ষে ম্যাচটি। বাংলাদেশ ম্যাচ সামনে রেখে বুধবার মালদ্বীপের বিপক্ষে শিলংয়ে একটি প্রীতি ম্যাচ খেলেছে ভারত। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যা প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।

বাংলাদেশ দল: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।

আরও