সিলেট টেস্ট

১১২ রানের লিড নিয়ে তৃতীয় দিন মাঠ ছাড়ল বাংলাদেশ

দিনশেষে সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিক দলের লিড এখন ১১২ রানের।

নাজমুল হোসেন শান্ত ১০৩ বলে ৬০ ও জাকের আলী ৬০ বলে ২১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাদের বাইরে ব্যাটার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানানোর মতো টার্গেট দিতে এখন এ তিনজনই ভরসা বাংলাদেশ দলের।

সিলেট টেস্টে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন ৪৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে বাংলাদেশ। দিনশেষে সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিক দলের লিড এখন ১১২ রানের।

নাজমুল হোসেন শান্ত ১০৩ বলে ৬০ ও জাকের আলী ৬০ বলে ২১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাদের বাইরে ব্যাটার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানানোর মতো টার্গেট দিতে এখন এ তিনজনই ভরসা বাংলাদেশ দলের।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা বিলম্বিত হয়। প্রথম সেশনে খেলাই হয়নি। বেলা একটায় খেলা শুরু হয়। এই সেশনে ২৮.৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে বাংলাদেশ।

তৃতীয় সেশনে সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হওয়ার কথা থাকলেও আলোকস্বল্পতায় তা সম্ভব হয়নি। এ সেশনে মাত্র ১৫.২ ওভারের খেলা হয়। এটুকু সময়ে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৩৯ রান। জাকের আলী দারুণ সঙ্গ দেন শান্তকে। গত বছর অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের পর তিন টেস্ট খেলে প্রতিটিতে ন্যূনতম ফিফটি করা এ ডানহাতি ব্যাটার এবার সিলেটে নিজের চতুর্থ টেস্টেও ফিফটির সম্ভাবনা জাগিয়েছেন। আজ দারুণ দৃঢ়তা দেখিয়ে ৩ বাউন্ডারিতে ২১ রান করে অপরাজিত রয়েছেন। শান্ত ৭ বাউন্ডারিতে করেছেন ৬০ রান।

এর আগে আজ দুপুরে ১ উইকেটে ৫৭ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ দ্রুতই হারায় মাহমুদুল হাসান জয়কে (৩৩)। তাকে ফেরান ব্লেসিং মুজারাবানি। এরপর মুমিনুল ও শান্ত ৬৫ রান যোগ করে স্থিতি আনেন। যদিও ভিক্টর নিয়াউচির বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল (৪৭ রান)। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক মুশফিকুর রহিম হতাশ করেন দলকে। তিনি মাত্র ৪ রান করে সাজঘরের পথ ধরেন। প্রথম ইনিংসেও মুশফিক করেছিলেন ৪ রান। আজ মুজারাবানির বলে ফার্স্ট স্লিপে ক্রেগ আরভিনকে ক্যাচ দেন তিনি।

আরও