আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া অসংখ্য রেকর্ড তার নামের পাশে জ্বলজ্বল করছে। এবার আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও গড়লেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ ফুটবলার। উয়েফা নেশনস লিগে শুক্রবার রাতে পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন সিআরসেভেন। এ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল।
পর্তুগালের জার্সিতে রোনালদোর জয় এখন ১৩২টি। জয়ের রেসে তিনি ছাড়িয়ে গেলেন দীর্ঘদিনের ক্লাব সতীর্থ স্পেনের ডিফেন্ডার সার্জিও রামোসকে। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোজয়ী রামোস ১৩১ জয় নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। তিনি অবসর নেন ২০২১ সালে। ১২১ জয় নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন রোনালদোর আরেক রিয়াল সতীর্থ কৃতী গোলকিপার ইকার কাসিয়াস।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টিতে পানেনকা শটে গোল করেন বর্তমানে সৌদি ক্লাব আল নাসেরে খেলা রোনালদো। ৮৭তম মিনিটে বাইসাইকেল কিকে আরেকবার বল জালে পাঠান ৩৯ বছর বয়সী ফরওয়ার্ড।
রোনালদো যা করেন তাতেই এখন নিত্যনতুন রেকর্ড। এ রাতে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিও গড়েছেন তিনি। বয়স ৩৯ পূর্ণ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে গোল করেছেন ৭টি। আন্তর্জাতিক ফুটবলে ২১৭ ম্যাচ খেলে তার গোল এখন ১৩৫টি।
চলতি নেশনস লিগের ‘এ’ লিগে ৫ গোল নিয়ে সবার ওপরে রোনালদো। ‘বি’ লিগে ৫ গোল করেছেন স্লোভেনিয়ার বেঞ্জামিন শেশকো। আল নাসেরের হয়েও ভালো ফর্মে আছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে চলতি মৌসুমে ১৫ ম্যাচে করেছেন ১০ গোল, সহায়তা করেছেন তিন গোলে।
লিগ ‘এ’র গ্রুপ ‘ওয়ান’ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা পর্তুগাল আগামীকাল ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ওই ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেয়া হতে পারে জানিয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ক্রোয়েশিয়া ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ও পোল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে স্কটল্যান্ড।
গ্রুপ ‘এ-টু’ থেকে ইতালি ও ফ্রান্স, গ্রুপ ‘এ-থ্রি’ থেকে জার্মানি ও গ্রুপ ‘এ-ফোর’ থেকে স্পেন পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট।