শুরুর প্রথম ঘণ্টায়ই ৩২ রানে দুই ওপেনারকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপদ ঘটতে না দিয়ে ইনিংস মেরামতের কাজ করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে কিছুটা স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
আজ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াইয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেট হারিয়ে ৮৪ রান। অধিনায়ক নাজমুল শান্ত বেশ মেরে খেলেছেন। ৪৩ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে তিনি অপরাজিত ৩০ রানে, আর মুমিনুল অপরাজিত আছেন ২১ রান নিয়ে। তার উইলো থেকে এসেছে দুটি বাউন্ডারি।
এর আগে, নতুন বল দেখেশুনে ব্যাটিং শুরু করলেও দলীয় ৩১ রানের মাথায় ওপেনার শাদমান ইসলামের উইকেট হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দুই স্ট্রাইক বোলার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা কোনো বিপদ সৃষ্টি করতে না পারলেও প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে এসে ভিক্টর নিয়াউচি তুলে নিয়েছেন শাদমানের উইকেট। এরপরই লেন্থ বলে অপর ওপেনার মাহমুদুল হাসান জয়কে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই পেসার।
শাদমান প্যাভিলিয়নে ফিরেছেন ১২ রান করে। আর মাহমুদুল হাসানের সংগ্রহ ১৪ রান।