বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে টি-২০ সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ

আজ সোমবার ভোরে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় ৪-১-এ সিরিজ জিতে নেয় ইংলিশরা।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলতে নামার আগে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। যদিও এর আগে সাদা বলের সিরিজ হারল ক্যারিবীয়রা। আজ সোমবার ভোরে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় ৪-১-এ সিরিজ জিতে নেয় ইংলিশরা।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। তাতে ইংল্যান্ডের সিরিজ জিততে কোনো অসুবিধা হয়নি। রভম্যান পাওয়েলদের সিরিজটা ২-৩ করা হলো না। ৯ উইকেট নিয়ে সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও টেস্ট দল প্রায় সম্পূর্ণই আলাদা। টি-টোয়েন্টি দলের শুধু পেস বোলার আলজারি জোসেফ আছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে। তাই টি-টোয়েন্টিতে হারের খুব বড় প্রভাব হয়তো পড়বে না। তারপরও মনস্তাত্ত্বিকভাবে একটু হতাশা ক্যারিবীয় শিবিরে থাকবেই।

এর ঠিক ২৪ ঘন্টা আগে একই মাঠে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ২১৯ রানের বিশাল টার্গেট ১৯ ওভারেই ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। যদিও পঞ্চম ম্যাচটি তাদের জিততে দেয়নি বৃষ্টি। এর আগে সফরকারী ইংল্যান্ড টানা তিন ম্যাচ জিতে নেয়। টি-টোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে, রোববার অ্যান্টিনায় দুই দিনের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ৭ উইকেটে ২৫৩ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ১ উইকেটে ৫ রান তুলে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ একাদশ।

আরও