দুই সিরিজের স্কোয়াড ঘোষণা, নতুন অধিনায়ক লিটন দাস

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নতুন টি-২০ অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

রোববার (৪ মে) বিকালে মিরপুরে স্কোয়াড ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

আসন্ন দুই সিরিজের টি-টোয়েন্টিতে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

আরও