বিপিএল

সাব্বির রহমান ফিরলেও ফেরা হলো না ঢাকার

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন সাব্বির রহমান। জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় দুঃসময় পেছনে ফেলে ফিরলেও ফেরা হলো না ঢাকার। তারা রইল হারের বৃত্তেই। ১৭৮ রানের টার্গেটটা সফলভাবে তাড়া করে কিংস জিতেছে ৭ উইকেটে।

৮২ রান করার পথে ২২ বলে ফিফটি পূর্ণ করেন সাব্বির। ইনিংসে ছক্কা মারেন ৯টি। বিপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি।

চলতি বিপিএলের টানা পাঁচ ম্যাচেই হারল ঢাকা ক্যাপিটাল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন সাব্বির রহমান। জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় দুঃসময় পেছনে ফেলে ফিরলেও ফেরা হলো না ঢাকার। তারা রইল হারের বৃত্তেই। ১৭৮ রানের টার্গেটটা সফলভাবে তাড়া করে কিংস জিতেছে ৭ উইকেটে।

৮২ রান করার পথে ২২ বলে ফিফটি পূর্ণ করেন সাব্বির। ইনিংসে ছক্কা মারেন ৯টি। বিপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। সাব্বিরই ২০১৬ বিপিএলে রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে ১২২ রান করার পথে ৯ ছক্কা মেরেছিলেন। তামিম ইকবাল ১১ ছক্কা মেরেছিলেন ২০১৯ আসরের ফাইনালে।

তবে সাব্বিরের রাজসিক ইনিংসও জেতাতে পারেনি ঢাকাকে। উসমান খান (৩৩ বলে ৫৫), গ্রাহাম ক্লার্ক (৩২ বলে ৩৯), মোহাম্মদ মিঠুন (২২ বলে ৩৩*) ও শামীম হোসেনের (১৪ বলে ৩০*) ব্যাটে ভর করে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় চট্টগ্রাম কিংস। তিন ম্যাচে দুটি জিতেছে তারা। ম্যাচসেরা হয়েছেন ২১ রানে ৩ উইকেট নেয়া কিংসের পেসার খালেদ আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে ঢাকা। এদিন দুপুরের ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

আরও