গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বুধবার বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রেসক্লাব কোটালীপাড়ার আয়োজনে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি এইচ এম মেহেদী হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, কবি মিন্টু রায়, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, সাংবাদিক রতন সেন কংকন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা কীর্তিমান এই সাংবাদিককে নিয়ে স্মৃতিচারণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। উঠে আসে নির্মল সেনের স্কুল জীবন, বিশ্ববিদ্যালয় জীবন আর রাজনীতিক হিসেবে সংগ্রামের ইতিহাস। এক বক্তা কোটালীপাড়ার শিক্ষায় নির্মল সেনের অবদানের কথা তুলে ধরেন।
নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারি রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন।