ডাম্বুলায় বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ডিএলএস মেথডে ৪৫ রানে হারিয়েছে শ্রীলংকা। আজ পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরার চ্যালেঞ্জ নিয়ে খেলতে নেমেছে কিউইরা। সফরকারী পারবে কি স্বাগতিকদের হারিয়ে সিরিজটা ১-১ করতে?
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলংকা। দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণে সফলতা পায় সিংলজরা। দুনিত ভেল্লালাগে বোল্ড করেন টিম রবিনসনকে। অষ্টম ওভারের শেষ বলে হেনরি নিকোলসকে বোল্ড করেন আরেক স্পিনার মহীশ থিকসানা। এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। কিউইদের সংগ্রহ ছিল ৯ ওভারে ২ উইকেটে ৩৭ রান। উইল ইয়াং ১৫ ও মার্ক চাপম্যান ৫ রানে অপরাজিত ছিলেন।
মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়। সীমিত ওভারের সিরিজের আগে সেপ্টেম্বরে আরেক দফায় শ্রীলংকা সফরে এসে দুই টেস্টের সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। ওই সিরিজে তাদের হোয়াইটওয়াশ করে সিংহলিজরা।