বাংলাদেশের হয়ে খেলতে এসে গেছেন হামজা চৌধুরী

লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা লেস্টারের সিনিয়র দলে খেলছেন ২০১৫ সাল থেকে। দলটির হয়ে এখন পর্যন্ত ৯১ ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বার্টন অ্যালবিওন, ওয়াটফোর্ড ঘুরে তিনি এখন ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে।

আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করা হলে হামজা বলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশআল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’

এসে গেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে বড় হওয়া এই ফুটবলার খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। গত বছর তিনি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন। আগামী ২৫ মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচেই প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে দেখা যাবে ২৭ বছর বয়সী হামজাকে। এ ম্যাচ খেলতে আজ সোমবার দুপুরে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। সিলেট বিমানবন্দরে নামার পর উৎসুক সংবাদমাধ্যমকে তিনি সিলেটি ভাষায় বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা উইন খরমু।’

যুক্তরাজ্য থেকে দুপুর পৌঁনে ১২টার দিকে সিলেটে নামেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। ছিল অনেক গণমাধ্যমকর্মী।

প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীদের পাশাপাশি প্রচুর ইউটিউবার ক্যামেরা হাতে বিমানবন্দরে হাজির হন। হামজাকে অভিনন্দন জানানো ব্যানার নিয়ে হাজির হওয়া সমর্থকেরাও জড়ো হন একই জায়গায়। প্রচণ্ড ভিড়ের মধ্যেই বিমানবন্দরে অবতরণের পর হামজাকে নিয়ে আসা হয় গণমাধ্যমের সামনে। ‘হামজা, হামজা’ স্লোগান এবং ভিড়ের সামনে তাকে বেশ হাসিখুশিই দেখা গেছে। তবে কোলাহলের কারণে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে সময় লেগেছে। দেশে ফেরা ও মানুষের ভিড় নিয়ে জিজ্ঞাসা করা হলে হামজা বলেন, ‘অ্যামাজিং, অ্যামাজিং। অনেক দিন পর ফিরলাম। আমি রোমাঞ্চিত।’

আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করা হলে হামজা বলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশআল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’

সিলেট থেকে পরিবারের সঙ্গে তিনি চলে যান নিজ শহর হবিগঞ্জে। সেখানে দু-একদিন বেড়ানোর পর যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।

লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা লেস্টারের সিনিয়র দলে খেলছেন ২০১৫ সাল থেকে। দলটির হয়ে এখন পর্যন্ত ৯১ ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বার্টন অ্যালবিওন, ওয়াটফোর্ড ঘুরে তিনি এখন ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। গত ২ ফেব্রুয়ারি এ ক্লাবের হয়ে অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার পুরস্কার পান তিনি।

ক্লাবের বাইরে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ৭ ম্যাচ। এবার খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে।

আরও