সিডনি টেস্ট

ভারতকে হারিয়ে ১০ বছর পর অজিদের বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার

পুরো সিরিজে ভারতের বোলার আক্রমণকে অনেকটা একা টেনে নিয়ে যাওয়া অধিনায়ক জাসপ্রিত বুমরাহ পিঠের সমস্যার কারণে আজ বল করতে পারেননি। আর তাতেই যেন নেমে যায় উত্তেজনার পারদ। তবে প্রসিধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ অজি টপ অর্ডারের চার ব্যাটারকে আউট করে ম্যাচে উত্তেজনা ধরে রেখেছিলেন। তবে বোর্ডে মাত্র ১৬২ রান থাকায় দুই পেসারের প্রচেষ্টা ফলাফল পাল্টানোর জন্য যথেষ্ট ছিল না।

সিডনিতে ভারতকে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে ১০ বছর পর এই সিরিজ পুনরুদ্ধার করল অজিরা। টেস্টের তৃতীয় দিনে ১৬২ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। একইসঙ্গে জুনে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

পুরো সিরিজে ভারতের বোলার আক্রমণকে অনেকটা একা টেনে নিয়ে যাওয়া অধিনায়ক জাসপ্রিত বুমরাহ পিঠের সমস্যার কারণে আজ বল করতে পারেননি। আর তাতেই যেন নেমে যায় উত্তেজনার পারদ। তবে প্রসিধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ অজি টপ অর্ডারের চার ব্যাটারকে আউট করে ম্যাচে উত্তেজনা ধরে রেখেছিলেন। তবে বোর্ডে মাত্র ১৬২ রান থাকায় দুই পেসারের প্রচেষ্টা ফলাফল পাল্টানোর জন্য যথেষ্ট ছিল না।

টেস্টের দ্বিতীয় দিনের পতন ঘটে ১৫ উইকেটের। রোববার সকালের প্রথম ঘণ্টায় অস্ট্রেলিয়া আরো চারটি উইকেট তুলে নিয়ে ভারতকে ১৫৭ রানে গুটিয়ে দেয়। এতে অজিদের সামনে মাত্র ১৬২ রানের লক্ষ্য তুলে দেয় সিরিজ বাঁচাতে এই টেস্টে জয়ের জন্য মরিয়া ভারত।

সিডনির উইকেটে বেশ গতি ছিল। তবে সিরিজে ৩২ উইকেট নেয়া বুমরাহর অনুপস্থিতি এদিন হারে হারে টের পেয়েছে ভারত। তবে প্রসিধ কৃষ্ণা যেন বুমরাহএ দায়িত্বই কিছুটা পালন করে ওপেনার স্যাম কনস্টাসকে ২২ রানে, মার্নাস লাবুশেনকে ৬ রানে এবং স্টিভ স্মিথকে ৪ রানে আউট করেন।

টেস্ট ক্যারিয়ারে ১০ হাজার রান থেকে মাত্র ১ ধাপ দূরে থেকে ৯,৯৯৯ রান নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। বিরতির পরে উসমান খাজা আউট হন। সিরাজের বলে ৪১ রান করে তিনি ক্যাচ দিয়ে যখন প্যাভিলিয়নে ফেরেন তখনো জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫৮ রান।

জয়সূচক রানের পর অভিষিক্ত বিউ ওয়েবস্টারের উল্লাস

তবে হেড এবং অভিষিক্ত ওয়েবস্টার অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে কাজ শেষ করেন।

সিরিজে ৩২ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন জাসপ্রিত বুমরাহ। তিনি বলেন, সিডনির এই উইকেটে বল করতে না পারা কিছুটা হতাশাজনক ছিল। তবে কখনো কখনো শরীরের প্রতি সম্মান জানাতে হয়। এটি ছিল একটি দুর্দান্ত সিরিজ। পুরো সিরিজে লড়াই হয়েছে, আমরা আজও ম্যাচে ছিলাম। আমাদের তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতের জন্য শিক্ষণীয় অনেক কিছুই পাবে।

জশ হ্যাজলউডের পরিবর্তে পরপর দ্বিতীয় টেস্ট খেলে ম্যাচে ১০ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। তিনি বলেন, ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় দীর্ঘদিন হয়নি এবং এটি সত্যিই দারুণ।

আরও