টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

অ্যারন হার্ডি (৩/২১), অ্যাডাম জাম্পা (২/১১) ও স্পেন্সার জনসনের (২/২৪) দারুণ বোলিংয়ের মুখে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানবিহীন পাকিস্তান। ৬১/১ থেকে ১১৭ রানে শেষ সফরকারীরা!

২২ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ধরাশায়ী পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

২২ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ধরাশায়ী পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। আজ সোমবার হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অতিথি দলকে ৭ উইকেটে হারায় অজিরা। আগে ব্যাটিং করতে নেমে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ৫২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন বোলাররা। অ্যারন হার্ডি (৩/২১), অ্যাডাম জাম্পা (২/১১) ও স্পেন্সার জনসনের (২/২৪) দারুণ বোলিংয়ের মুখে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানবিহীন পাকিস্তান। ৬১/১ থেকে ১১৭ রানে শেষ সফরকারীরা! সাবেক অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ ৪১ রান করেন ২৮ বলের মোকাবেলায়। এছাড়া ১৯ বলে ২৪ রান করেন হাসিবুল্লাহ খান।

রান তাড়া করতে নেমে অজিরা ৩০ রানের মধ্যে দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে হারালেও এরপর মার্কাস স্টয়নিস ঝড়ে ১১.২ ওভারেই জয় নিশ্চিত হয় তাদের। ৫ চার ও ৫ ছক্কায় ২৭ বলে ৬১ রান করে অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা স্টয়নিস। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা স্পেন্সার জনসন।

আরও