ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩১ বলে ১৩২ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের নুরুল হাসান সোহান। তার সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাটিংয়ে নামা ধানমন্ডি ৯ উইকেটে ২৭৭ রান তুলতে সমর্থ হয়। জবাব দিতে নেমে শাইনপুকুর ২৪ ওভারে ৩ উইকেটে ৯৬ রান তুলেছে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৩টি বাউন্ডারি ও ৪ ছক্কায় ইনিংসটা সাজিয়েছেন সোহান। এছাড়া হাবিবুর রহমান ৪২ বলে ৪৫ ও সানজামুল ইসলাম ৫৪ বলে ৪০ রান করেন। শাইনপুকুরের রায়ান রাফসান রহমান ৪৫ রানে ৩টি ও রাফিউজ্জামান ৪৬ রানে ২টি উইকেট নেন।
আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৬১ রানের টার্গেট দিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। অমিত মজুমদার ১০৯ বলে ৮১, আসাদুল্লাহ গালিব ৭৭ বলে ৫৭ ও আরিফুল হক ৩১ বলে ৪০ রান করেন। রুয়েল মিয়া ও তাইবুর রহমান ৩টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ইমরুল কায়েস ও সাদমান ইসলামের ফিফটিতে ভর করে ২৯ ওভারে ২ উইকেটে ১৭৮ রান তুলে নিয়েছে অগ্রণী ব্যাংক।
এদিকে, মিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ২২২ রানের টার্গেট দিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৭৯ বলে ৬২ রান করেন। এছাড়া ইফতেখার হোসেন ইফতি ৩২, নাঈম ইসলাম ২৭ ও লিটন কুমার দাস ২২ রান করেন।