আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর

জাতীয় দলের সাবেক কৃতী ব্যাটার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না তামিম ইকবাল। আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলার সম্ভাবনা তৈরি হলেও তিনি নিজে থেকেই সরে গেলেন এবং এখানেই আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তিরেখা টেনে দিলেন নিজেই।

গতকাল রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ সিদ্ধান্ত জানান ৩৫ বছর বয়সী তামিম।

জাতীয় দলের সাবেক কৃতী ব্যাটার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’

কৃতজ্ঞতা জানিয়ে তামিম বলেন, ‘অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।’

সাকিব আল হাসানের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তামিমের। তিক্ততার শুরু তারও আগে থেকে। ওই বছর ৬ জুলাই আকস্মিক এক সিদ্ধান্তে তিনি অবসর নিয়েছিলেন। যদিও পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করার পর সিদ্ধান্ত পাল্টেছেন তিনি। কিন্তু ইনজুরি আর ব্যক্তিগত কারণে মাঝে আর খেলা হয়নি লাল-সবুজের জার্সিতে। অবসর নেয়ায় আর কখনই খেলা হবে না বাংলাদেশের জার্সিতে।

দেশের ইতিহাসে সেরা ওপেনিং ব্যাটার তামিম ৭০ টেস্টে ১০ সেঞ্চুরিতে ৫ হাজার ১৩৪ রান, ২৪৩ ওয়ানডে ম্যাচে ১৪ সেঞ্চুরিতে ৮ হাজার ৩৫৭ রান ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১ সেঞ্চুরিতে ১ হাজার ৭৫৮ রান করেছেন।

আরও