টি-টোয়েন্টিতে নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে ভারত। আজ শুক্রবার জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ম্যাচে ১ উইকেটে ২৮৩ রানের সৌধ গড়েছে ভারতীয়রা। এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ও দক্ষিণ আফ্রিকার মাঠে যেকোনো দলের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে প্রোটিয়ারা ১৪৮ রানে অলআউট হলে ১৩৫ রানের বড় জয় পায় ভারত।
আজ সেঞ্চুরি করেছেন ভারতের তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। তিলক ৪৭ বলে ৯ বাউন্ডারি ও ১০ ছক্কায় ১২০ ও সাঞ্জু ৫৬ বলে ৬ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন। দুজন যোগ করেন ২১০ রান। এটা যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি। রিংকু সিং ও রোহিত শর্মার ১৯০ রানের পার্টনারশিপের রেকর্ড ভেঙে দিয়েছেন তারা। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তারা ভেঙে দিয়েছেন ডাচ খেলোয়াড় সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও মাইকেল লেভিটের ১৯৩ রানের রেকর্ডটা।
শুরুতেই ঝড় তোলে ভারত। সাঞ্জু ও অভিষেক শর্মার ঝড়ে ৩৫ বলে ৭৩ রান তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ষষ্ঠ ওভারে ১৮ বলে ৩৬ রানের টর্নেডোর পর সাজঘরে ফেরেন অভিষেক। তাতে অবশ্য রানের গতি কমেনি ভারতের। এরপর তিলক ভার্মা ও সাঞ্জু স্বাগতিক বোলারদের অসহায় বানিয়ে একের পর এক বলকে মাঠের বাইরে আছড়ে মারতে থাকেন। এ দুজন ৮৬ বলে ২১০ রানের দানবীয় এক জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন।
টি-টোয়েন্টিতে এর চেয়েও বড় দলীয় সংগ্রহ আছে ভারতের। গত মাসেই হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ২৯৭ রানের সৌধ গড়েছিল ভারত। ওই ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন সাঞ্জু। এরপর ডারবানে প্রোটিয়াদের বিপক্ষে করেন সেঞ্চুরি। দুই ম্যাচে টানা ‘ডাক’ পাওয়ার পর আবারও সেঞ্চুরি।
তিলক ভার্মা টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন। ১৩ নভেম্বর সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করার পর আজ আরেকবার তিন অঙ্ক পেরিয়েছেন তিনি।