মালিক বদলায়, খেলোয়াড় বদলায়, তবে ঢাকার ফ্র্যাঞ্চাইজির ভাগ্যের পরিবর্তন হয় না। দশম বিপিএলের মতোই একাদশ বিপিএলেও বিবর্ণ রাজধানীর দলটি। গত আসরে এক ম্যাচ জয়ের পর টানা ১১ ম্যাচ হেরেছে তারা। গতবার যেখানে শেষ এবার সেখান থেকেই শুরু। হারের বৃত্তে থাকা দলটি ২০২৫ সালের আসরে হেরেছে টানা ছয় ম্যাচ!
চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালকে গতকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। চার ম্যাচ খেলে এটা সিলেটের প্রথম জয়।
আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৩ রানের সৌধ গড়েও জেতা হলো না ঢাকার। লিটন দাস ৪৩ বলে ৭৩, মুনিম শাহরিয়ার ৪৭ বলে ৫২ রান করে দলকে ভালো পুঁজি এনে দিলেও বোলাররা দলকে জেতাতে পারেননি। জাকির হাসান (২৭ বলে ৫৮), রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪) ও আরিফুল হকের (১৫ বলে ২৮) ব্যাটে ভর করে ৮ বল বাকি থাকতে জিতেছে সিলেট। ম্যাচসেরা হয়েছেন জাকির হাসান।
গতকাল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে এনামুল হকের দল। জবাবে খুলনা ১৯.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়।
জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্লের নৈপুণ্যে জিতেছে রাজশাহী। তিনি ব্যাট হাতে ২৯ বলে ৪৮ রান করার পর বল হাতে ১৩ রান খরচায় নেন দুটি উইকেট। বার্লই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।