দ্বিপক্ষীয় সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তান ক্রিকেটে ক্ষণিকের জন্য হলেও সুসময় ফিরেছে। আর সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে। ওডিআই বোলারদের শীর্ষে ফিরেছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। অন্যদিকে, ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিজেরে শীর্ষস্থান আরো পাকা করেছেন পাকিস্তান ব্যাটার বাবর আজম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১২.৬২ গড়ে ৮ উইকেট নেয়ার মাধ্যমে কুলদীপ যাদব, রশিদ খান এবং কেশব মহারাজকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন শাহিন আফ্রিদি। রশিদ খান এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম থেকে তৃতীয়তে নেমে গেছেন কেশব মহারাজ এবং কুলদীপ এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ চলাকালীন সংক্ষিপ্ত সময়ের জন্য শীর্ষস্থান দখলের পর দ্বিতীয়বার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করলেন শাহিন আফ্রিদি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে ১০ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জিতে ১৪ ধাপ উপরে উঠে ১৩তম স্থানে এসেছেন আফ্রিদির সিম বোলিং পার্টনার হারিস রউফ। নাসিম শাহও ১৪ ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ৫৫তম স্থানে পৌঁছেছেন।
অস্ট্রেলিয়া সিরিজে ৩৭, ১৫* এবং ২৮* রানের স্কোরগুলো দিয়েই ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরো পোক্ত করেছেন টেস্টে রান করতে ভুলে যাওয়া বাবর আজম। ভারতের রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি রয়েছেন যথাক্রমে র্যাঙ্কিংয়ের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে ওডিআই সিরিজের পর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। প্লেয়ার অব দ্য সিরিজ মোহাম্মদ নবি ওডিআই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন। এই র্যাঙ্কিংয়ে রশিদ খান এক ধাপ এগিয়ে নেমেছেন তৃতীয় স্থানে।
আজমাতুল্লাহ ওমরজাইয়ের শক্তিশালী পারফরম্যান্স তাকে দুই ধাপ এগিয়ে নবম স্থানে নিয়ে এসেছে। এতে ওডিআই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে তিনজনই আফগান ক্রিকেটার। সিরিজে তিনটি উইকেট এবং তৃতীয় ওডিআইতে ৬৬ রান করা বাংলাদেশী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ চার ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন।