বিপিএলের সিলেট পর্বে আজ সোমবার রাতের ম্যাচে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে ভর করে দুর্বার রাজশাহীকে হারিয়েছে ফরচুন বরিশাল। তামিমের ৪৮ বলে খেলা ৮৬ রানের হার না মানা ইনিংসে ভর করে ১৫ বল বাকি থাকতে ১৬৯ রান তাড়া করে জিতেছে বরিশাল।
আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রান তোলে রাজশাহী। এনামুল হক ৩৯, জিশান আলম ৩৮ ও ইয়াসির আলী ৩৭ রান করেন। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ২০ রানে নেন ২ উইকেট। এই রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে বরিশালকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকে তিনি। মুশফিকুর রহিম ২৪ বলে রান না মানা ৩৪ রান ও কাইল মায়ার্স ১১ বলে ২৪ রান করেন। ম্যাচসেরা তামিম ইকবাল।
তিন ম্যাচে এটা বরিশালের দ্বিতীয় জয়। এবারের আসরের উদ্বোধনী ম্যাচেও রাজশাহীকে হারিয়েছিল তামিমের দল। চার ম্যাচের সবগুলো জিতে টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স।