বিপিএল

রংপুর টানা পাঁচ জয়ে শীর্ষে, চারটিই হারল ঢাকা

চলতি একাদশ বিপিএলে টানা পাঁচ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছেন রংপুর রাইডার্স। আজ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালকে ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।

আগে ব্যাটিংয়ে নেমে ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা। রান তাড়া করতে নেমে রংপুর ৪০ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

চলতি একাদশ বিপিএলে টানা পাঁচ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছেন রংপুর রাইডার্স। আজ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালকে ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাটিংয়ে নেমে ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা। রান তাড়া করতে নেমে রংপুর ৪০ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রংপুর পাঁচটি জিতলেও চার ম্যাচ খেলে সবগুলোতেই হেরে টেবিলের তলানিতে থিসারা পেরেরার ঢাকা।

নাহিদ রানা (৩/২১), আকিফ জাভেদ (২/১৩), খুশদিল শাহ (২/১৪) ছাড়াও মেহেদী হাসান, ইফতিখার আহমেদ ও কামরুল ইসলাম দারুণ বোলিংয়ে ১৬.৩ ওভাবে ঢাকা ক্যাপিটালকে অলআউট করে দেন। ১১২ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে সহজ জয় পায় রংপুর। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস ২৭ বলে ৪৪ ও পাকিস্তানের খুশদিল শাহ ১৩ বলে ২৭ রান করে দলকে ১৩.২ ওভারেই জয় এনে দিয়েছেন। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটাল: ১৬.৩ ওভারে ১১১/১০ (তানজিদ ২০, জেসন রয় ১৮; নাহিদ ৩/২১)। রংপুর রাইডার্স: ১৩.২ ওভারে ১১৩/৩ (হেলস ৪৪, খুশদিল ২৭*; মোসাদ্দেক ১/১৩)। ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নাহিদ রানা (রংপুর রাইডার্স)।

আরও