নেশন্স লিগে জার্মানির রেকর্ড, আজ ইতালি-ফ্রান্স লড়াই

উয়েফা নেশন্স লিগে শনিবার রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপসেরা (গ্রুপ এ-৩) হয়েছে জার্মানি। নেশন্স লিগের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে জার্মানির হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টৎস ও টিম ক্লেইনডিয়েনস্ট। একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে। নেশন্স লিগের ৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল ৭ গোল করল।

উয়েফা নেশন্স লিগে শনিবার রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপসেরা (গ্রুপ এ-৩) হয়েছে জার্মানি। নেশন্স লিগের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এদিকে, আজ গ্রুপ ‘এ-২’তে মুখোমুখি হবে ইউরোপের দুই জায়ান্ট ইতালি ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।

বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে জার্মানির হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টৎস ও টিম ক্লেইনডিয়েনস্ট। একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে। নেশন্স লিগের ৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল ৭ গোল করল।

বড় জয়ে গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস ৫ পয়েন্ট পেছনে। শনিবার রাতে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারায় ডাচরা।

এদিকে, এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করা ইতালি ও ফ্রান্স শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে। ১৩ পয়েন্ট নিয়ে ইতালি শীর্ষে, ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। আজ ন্যূনতম ড্র করলেই ইতালি গ্রুপ চ্যাম্পিয়ন। আর ফ্রান্সকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে ভালো ব্যবধানে।

মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লাটা ইতালির দিকেই ভারী। ৪২ ম্যাচের লড়াইয়ে ইতালি ২০টি ও ফ্রান্স ১২টি জিতেছে; ড্র হয় বাকি ১০টি। নেশন্স লিগে সর্বশেষ তিনবারের দেখায় ফ্রান্স দুবার ও ইতালি একবার জিতেছে। তিনটি ম্যাচেরই স্কোরলাইন ছিল ৩-১!

আরও