আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন।
ফর্মহীনতার কারণে সম্প্রতি বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন শান্ত। ওয়ানডে অধিনায়কত্বের মেয়াদও তার শেষ হয়ে গেছে। তবে এ মুহূর্তে নেতৃত্বে পরিবর্তন আনছে না বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্তই।
২০২৩ সালে এক বছরের জন্য তিন সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পান শান্ত। তার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নেতৃত্বে পরিবর্তন আসছে না। তিনি বলেন, ‘শান্ত তো দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে ফিরবে অধিনায়ক হয়েই। ওর মেয়াদ আপনারা বলছেন যে গত বছর পর্যন্ত ছিল। তবে আমরা যা ভেবেছি, ও চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। পরেরটি আমরা পরে দেখব। তবে আপাতত সে থাকবে।’
শান্তর নেতৃত্বের শেষটা ভালো কাটেনি। চোটের কারণে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজে মেহেদী হাসান মিরাজ আর টি-টোয়েন্টি সিরিজে লিটন কুমার দাস দলকে নেতৃত্ব দেন। শান্ত চোটমুক্ত হয়ে এখন বিপিএল খেলছেন।
বিসিবি প্রেসিডেন্ট এ নিয়ে আরো বলেন, ‘সে (শান্ত) ইচ্ছা পোষণ করেছে যে টি-টোয়েন্টির অধিনায়কত্ব করতে চায় না। ওখানে আমরা অন্য কিছু চিন্তা করছি। তবে আমাদের পরের টি-টোয়েন্টি অনেক দিন বাকি আছে। এটা এ মুহূর্তের ইস্যু নয়। এটা নিয়ে আমরা অপেক্ষা করতেই পারি।’
বাংলাদেশের পরের টি-টোয়েন্টি সিরিজ মার্চ-এপ্রিলে দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর মে মাসে আছে পাকিস্তান সফর।
৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, ফাইনাল ৯ মার্চ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।