ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। আজ অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ টেস্ট অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশ। এতে আছেন ১৩ জন সদস্য। বাকিরা হলেন—জাস্টিন গ্রেভস (সহ-অধিনায়ক), রায়ান বান্দু, ড্যানিয়েল বেকফোর্ড, নাভিয়ান বিদাইসি, জসুয়া ডর্নে, নাথান এডওয়ার্ড, চাইম হোল্ডার, টেভিন ইমলাচ, জর্ডান জনসন, জায়ার ম্যাকঅ্যালিস্টার, শ্যারন লুইস ও কিমানি মেলিউস।
ক্যারিবীয়রা পূর্ণ শক্তির দল পেলেও বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমকে। এছাড়া সদ্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে না পারা সাকিব আল হাসানও নেই।
শনিবার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম বলেছেন, ‘আমাদের লম্বা একটা ভ্রমণ ছিল, এর পরদিন আমরা রিকভারি করার পর পুরো টিম ভালো একটা অনুশীলন করেছি।’
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মো. সালাহ উদ্দিন বলেছেন, ‘দলটি অনভিজ্ঞ হলেও আমার মনে হয় সবাই ভালো করতে উদ্দীপ্ত। সবাই ভালো করতে চায়। সবার ওয়ার্ক ইথিকস দেখেও আমার খুব ভালো লেগেছে। আমি ১৪ বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজে আসলাম, এখানেই আমার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল।’
তিনি খেলোয়াড়দের নিয়ে বলেন, ‘আমি যা দেখেছি এই দলের ছেলেদের ইচ্ছাশক্তি অনেক বড়। আশাকরি এই সফরে তারা ভালো করবে এবং একটি টেস্ট জাতি হিসেবে আমরা আরো ভালো করব।’
প্রস্তুতি ম্যাচ শেষে ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।