আবারো মুক্তি পেছাল অ্যাসাসিনস ক্রিড শ্যাডোসের

আবারো মুক্তির তারিখ পেছাল জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম অ্যাসাসিনস ক্রিড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সংস্করণ অ্যাসাসিনস ক্রিড শ্যাডোসের।

আবারো মুক্তির তারিখ পেছাল জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম অ্যাসাসিনস ক্রিড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সংস্করণ অ্যাসাসিনস ক্রিড শ্যাডোসের। গেম প্রকাশক ইউবিসফটের তথ্যানুয়ী, ষোল শতকের জাপানের পটভূমি ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত গেমটি প্রথমে গত নভেম্বরে পিসি, প্লেস্টেশন ও এক্সবক্সে মুক্তি পাওয়ার কথা ছিল। এরপর সময় পিছিয়ে ২০২৫ সালে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। ওই সময় গেমটির নির্বাহী প্রযোজক মার্ক-অ্যালেক্সিস জানান, গেমটি বিকাশের জন্য ডেভেলপারদের আরো কিছু সময় দরকার। এ বিলম্ব ভক্তদের জন্য হতাশাজনক হলেও এটি গেমের গুণমানে প্রয়োজনীয়। ঘোষণাটি এমন সময় আসে, যখন গেমিং জগতে ইউবিসফটের আরেকটি গেম স্টার ওয়ারস আউটলসের হতাশাজনক পারফরম্যান্সের জন্য সমালোচিত হচ্ছিল।

অ্যাসাসিনস ক্রিড শ্যাডোসের মুক্তির নতুন তারিখ আগামী ২০ মার্চ নির্ধারণ করা হয়েছে। মার্ক-অ্যালেক্সিস জানিয়েছেন, গেমটির সফল মুক্তি নিশ্চিত করতে কিছু অতিরিক্ত সপ্তাহ কাজ করা প্রয়োজন। এ সিরিজ ইউবিসফটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। সিরিজের সর্বশেষ গেম ভালহালা ১০০ কোটি ডলারের বেশি আয় করে বলে জানায় গেম জায়ান্টটি।

এর আগে গত বছর ইউবিসফটের বড় একটি গেম ‘স্টার ওয়ার্স আউটলস’ মুক্তির পর অনেক গেমার অভিযোগ করেন, এটি অতিরিক্ত বাগ ও গ্লিচ নিয়ে লঞ্চ হয়েছে। বিবিসি বলছে, আগস্টে উন্মোচনের পর স্টার ওয়ারস আউটলস ভালো রিভিউ পেয়েছিল, কিন্তু গেমটিতে বাগ ও গ্লিচের কারণে এর বিক্রি প্রত্যাশার তুলনায় কম হয়। ২০২৪ সালের অন্যান্য ইউবিসফট গেমগুলোর মধ্যে প্রিন্স অব পার্সিয়া: দ্য লস্ট ক্রাউন ও অনলাইন গেম স্কাল অ্যান্ড বোনসের সফলতাও ছিল কোম্পানির প্রত্যাশার তুলনায় কম।

গেম কর্তৃপক্ষ বলছে, অ্যাসাসিনস ক্রিড শ্যাডো হবে এ সিরিজের প্রথম গেম, যেখানে গেমের গল্প, চরিত্র ও পরিবেশ হবে জাপানভিত্তিক। খেলোয়াড়রা গেমের মধ্যে জাপানি ইতিহাস, স্থাপত্য, ঐতিহ্য ও সংস্কৃতির অভিজ্ঞতা পাবে। তবে আবারো গেমের লঞ্চ পেছানো নিয়ে নির্বাহী প্রযোজক বলেন, ‘গেমারদের ‘‘গুরুত্বপূর্ণ পরামর্শ’’ অনুযায়ী আমরা গেমটি আরো উন্নত করতে কাজ করছি। ফলে কিছুটা সময় লাগবে।’

অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস ইউবিসফটের জন্য একটি গুরুত্বপূর্ণ গেম হিসেবে দেখা হচ্ছে। এর সঙ্গে যুক্ত আছেন বিশ্বের অন্যতম বড় গেমিং কোম্পানিটির প্রায় ১৩ হাজার কর্মী।

আরও