কনজিউমার ইলেকট্রনিকস শো ২০২৫-এ ডেস্কটপ কম্পিউটার উন্মোচন করেছে গ্র্যাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। ‘প্রজেক্ট ডিজিটস’ নামের এ প্রকল্পে নতুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) তৈরিতে কাজ করেছে এনভিডিয়া ও সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেক। নতুন কম্পিউটারটিতে এনভিডিয়ার সর্বশেষ ‘ব্ল্যাকওয়েল’ এআই চিপ ব্যবহার করা হয়েছে। খবর রয়টার্স।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেছেন, ‘এ সপ্তাহে উন্মোচন হওয়া ডেস্কটপটির প্রসেসর বিক্রি করতে পারবে মিডিয়াটেক। চিপটি নিয়ে এনভিডিয়ার পরিকল্পনা রয়েছে। যদিও পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি তিনি।’
হুয়াং জানান, তারা মিডিয়াটেকের সঙ্গে একটি শক্তি-সাশ্রয়ী সিপিইউ তৈরিতে কাজ করেছে, যা বিস্তৃত পরিসরে বিক্রি করা যেতে পারে। মিডিয়াটেক নতুন প্রসেসরটি এনভিডিয়াকে দিতে পারে অথবা নিজেদের কাছে রেখে বাজারে বিক্রি করতে পারে। উভয় পরিস্থিতিই কোম্পানি দুটির জন্য লাভজনক।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, ব্যবসা ও ভোক্তা পর্যায়ে কম্পিউটার বাজারে বর্তমান নেতৃস্থানীয় ইন্টেল, এএমডি ও কোয়ালকমের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এনভিডিয়া ব্যক্তিগত কম্পিউটারের জন্য একটি সিপিইউ নিয়ে কাজ করছে।
প্রজেক্ট ডিজিটস কম্পিউটার এখনো জনসাধারণ পর্যায়ে ব্যবহারের জন্য বাজারে ছাড়া হয়নি। এ কম্পিউটারগুলো এনভিডিয়ার তৈরি লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। সিস্টেমটি এআই ডেভেলপারদের জন্য তৈরি। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং জানিয়েছেন, এ ডেভেলপাররাই প্রজেক্ট ডিজিটসের প্রধান ব্যবহারকারী। এনভিডিয়ার ডেস্কটপ সিপিইউ নিয়ে আরো পরিকল্পনা রয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।