চলতি বছরই বাজারে আসছে বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ

বিশ্বের প্রথম রোলেবল ডিসপ্লের ল্যাপটপ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি কোম্পানি লেনোভো।

বিশ্বের প্রথম রোলেবল ডিসপ্লের ল্যাপটপ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি কোম্পানি লেনোভো। এর আগে ২০২৩ সালে এ ধরনের একটি ল্যাপটপের কনসেপ্ট মডেল প্রকাশ করেছিল কোম্পানিটি। খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস।

থিংকবুক প্লাস জেন ৬ রোলেবল নামের ল্যাপটপটির বিশেষত্ব হলো এটি ওপরের দিকে স্লাইড করা যায়। ফলে একটি স্ক্রিনের নিচ থেকে আরেকটি ডিসপ্লে বের হয়ে আসে। এতে ১৬ দশমিক ৭ ইঞ্চির একটি স্ক্রিন পাওয়া যাবে, যার আকৃতি অনেকটা বর্গাকার। লেনোভোর দাবি, ব্যবহারকারীরা একটি বাটন টিপে প্রায় ৫০ শতাংশ বেশি স্ক্রিন স্পেস পাবেন। এছাড়া এর ওজন প্রায় ৩ দশমিক ৭২ পাউন্ড। তুলনা করলে দেখা যাবে, অ্যাপল ম্যাকবুক প্রো ১৪-এর ওজন ৩ দশমিক ৫ পাউন্ড এবং ডেল এক্সপিএস ১৪-এর ওজন ৩ দশমিক ৭ পাউন্ড। ল্যাপটপটিতে ইন্টেলের সর্বশেষ কোর আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৬৪ জিবি পর্যন্ত র‍্যাম ও ৩ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

গত বছর ডিসেম্বরের শেষে ইভান ব্লাস নামে এক টিপস্টার জানান, ২০২৫ সালে নতুন এক ধরনের ল্যাপটট ডিসপ্লে নিয়ে আসবে লেনোভো। এ ল্যাপটপের ডিসপ্লে উল্লম্বভাবে বাড়িয়ে আরো একটি ডিসপ্লে বের করে আনা সম্ভব। অর্থাৎ ডিভাইসটির একটি স্ক্রিনের নিচে আরেকটি স্ক্রিন রয়েছে, যা ওপরের দিকে বাড়িয়ে একসঙ্গে একাধিক কাজ করার সুযোগ দেবে।

সাম্প্রতিক তথ্যানুযায়ী, ল্যাপটপটিতে অনেক ধরনের পোর্ট রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা অন্যান্য ডিভাইস যেমন মনিটর, মাউস, কি-বোর্ড, এক্সটারনাল হার্ড ডিস্ক ইত্যাদি সংযুক্ত করতে পারবেন। ল্যাপটপটির পাশে ইউএসবি, ৩-ইন-১ কার্ড রিডার ও কম্বো অডিও জ্যাক রয়েছে। পেছনের দিকে ডিসপ্লে পোর্ট, এইচডিএমআই ও ইথারনেট পোর্ট রয়েছে। এ পোর্টগুলোর সাহায্যে ব্যবহারকারী একাধিক ডিভাইস সংযুক্ত করে কাজ করতে পারবেন। এছাড়া অডিওর জন্য ল্যাপটপটিতে ডলবি অ্যাটমস প্রযুক্তিসহ দুটি ৫ ওয়াটের স্পিকার রয়েছে।

লেনোভো জানিয়েছে, থিংকবুক প্লাস জেন ৬ রোলেবল ল্যাপটপটি ২০২৫ সালের প্রথম প্রান্তিকের কোনো একসময় বাজারে আসবে। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৪৯৯ ডলার (প্রায় ৪২ হাজার টাকা)।

আরও