মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৯৫ কোটির বেশি। এ প্রবৃদ্ধি বিশেষভাবে লক্ষণীয় ভারত ও রাশিয়ায়। ভারতের প্রায় ৪৫ শতাংশ জনসংখ্যা নিয়মিত টেলিগ্রাম ব্যবহার করে। রাশিয়ায়ও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে গিয়ে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্মে পরিণত হয়েছে। ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণার তথ্য বলছে, অ্যাপটিতে ব্যবহারকারীরা প্রতি মাসে গড়ে ৩ ঘণ্টা ৪৫ মিনিট সময় ব্যয় করেন। এছাড়া প্রতিদিন প্রায় ২৫ লাখ নতুন ব্যবহারকারী টেলিগ্রামে যুক্ত হচ্ছে। গত বছরের হালনাগাদ তথ্যানুযায়ী, ব্যবহারকারীদের মাসে সর্বোচ্চ সময় ব্যয় করা সোশ্যাল মিডিয়ার তালিকায় টেলিগ্রামের অবস্থান অষ্টম। যেখানে শীর্ষ তিনে আছে যথাক্রমে টিকটক, ইউটিউব ও ফেসবুক। টিকটক ব্যবহারকারীরা মাসে ৩৪ ঘণ্টা সময় ব্যয় করেন প্লাটফর্মে।
২০২৪ সালকে টেলিগ্রামের জন্য একটি ভালো বছর বলে উল্লেখ করেছেন অ্যাপটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ। গত ডিসেম্বরে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপটি প্রথমবারের মতো নিট মুনাফার ঘরে প্রবেশ করে এবং বার্ষিক আয় ১০০ কোটি ডলার অতিক্রম করে। মনিটাইজেশন শুরুর তিন বছরের মধ্যে প্রথমবার মুনাফার মুখ দেখেছে কোম্পানিটি।