বিস্তৃতি বাড়ছে অ্যাপল নিউজের

নিজেদের নিউজ অ্যাপ আরো বেশ কয়েকটি দেশে বিস্তৃত করার পরিকল্পনা করছে টেক জায়ান্ট অ্যাপল।

নিজেদের নিউজ অ্যাপ আরো বেশ কয়েকটি দেশে বিস্তৃত করার পরিকল্পনা করছে টেক জায়ান্ট অ্যাপল। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় চালু থাকা অ্যাপল নিউজ প্লাস নতুন বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে সম্প্রতি জানিয়েছে কোম্পানিটি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

সংশ্লিষ্ট সূত্র বলছে, অ্যাপল ইন-অ্যাপ বিজ্ঞাপন ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা অ্যাপল নিউজ থেকে আরো বেশি আয় বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। এজন্য তারা অ্যাপটির বৈশ্বিক সম্প্রসারণে জোর দিচ্ছে। তবে কোন কোন দেশে এটি চালু হবে, তা এখনো জানানো হয়নি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সক্লুসিভ ফিচার যেমন ওয়ার্ড গেম ও সুডোকু পাজল যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে চালুর উপায় খুঁজছে। প্রতিষ্ঠানটি প্রথম ২০১৫ সালে আইওএস ৯-এর সঙ্গে অ্যাপল নিউজ চালু করে। বর্তমানে প্রতি মাসে প্রায় সাড়ে ১২ কোটি ব্যবহারকারী এ অ্যাপ ব্যবহার করেন।

নিউজ অ্যাপটি অ্যাপল সার্ভিস বিভাগের একটি অংশ। এ বিভাগে অ্যাপল টিভি প্লাস, অ্যাপল মিউজিক ও অ্যাপল পেও অন্তর্ভুক্ত রয়েছে। সার্ভিস বিভাগ থেকে বছরে প্রায় ৯ হাজার ৬০০ কোটি ডলার আয় করে টেক জায়ান্টটি।

আরও