চলতি বছর কে৮০ স্মার্টফোন সিরিজকে সম্প্রসারণ করার পরিকল্পনা করছে চীনা প্রযুক্তি কোম্পানি রেডমি। নতুন কে৮০ আল্ট্রা সিরিজটি হতে পারে বছরের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়া কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ মডেল। ট্রিপস্টার স্মার্টপিকাচুর সাম্প্রতিক প্রকাশিত তথ্যানুযায়ী, আল্ট্রা মডেলটি কোম্পানির আগের ফোনগুলোর তুলনায় আরো বড় ও উন্নত ব্যাটারি নিয়ে আসবে। খবর গিজমোচায়না।
ট্রিপস্টারের তথ্যানুযায়ী, রেডমি কে৮০ আল্ট্রায় পেরিস্কোপ ক্যামেরা থাকছে না। তথ্যটি অনেকের জন্য অবাক করার মতো হলেও রেডমি এবার ফটোগ্রাফি থেকে ডিভাইসের পারফরম্যান্সের দিকে বেশি মনোযোগ দেবে। কে৮০ আল্ট্রার ব্যাটারির আকার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি হবে এখন পর্যন্ত যেকোনো রেডমি ফোনে দেখা সবচেয়ে বড় ব্যাটারি।’
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, রেডমি কে৮০ আল্ট্রার ব্যাটারি সাইজ ৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) বেশি হতে পারে। ফোনটির ডিজাইন রেডমি কে৮০ সিরিজের অন্য ফোনগুলোর মতোই হবে। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে রেডমি কে৭০ আল্ট্রা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ওই সময় স্মার্ট পিকাচু জানান, কে৮০ আল্ট্রা ফোনটিও এ বছরের জুনের শেষ বা জুলাইয়ের প্রথম দিকে লঞ্চ হতে পারে। নতুন মডেলে ব্যবহার হতে পারে ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট, যা ডি৯৪০০-এর একটি উন্নত সংস্করণ। ট্রিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সর্বশেষ তথ্যানুযায়ী, কে৮০ আল্ট্রায় একটি ফ্ল্যাট স্ক্রিন থাকবে, যার রেজল্যুশন হবে ১.৫কে। তবে যেহেতু কে৮০ ও কে৮০ প্রো মডেলের ডিসপ্লে রেজল্যুশন ২কে, তাই প্রযুক্তিবিদদের মতে, কে৮০ আল্ট্রায়ও একই রেজল্যুশন থাকবে।
চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি শাওমির একটি সাব-ব্র্যান্ড রেডমি। এটি মূলত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন তৈরির জন্য সুপরিচিত। এর আগে রেডমি ‘মি’ নামক ব্র্যান্ডের আওতায় কাজ করলেও ২০১৩ সালে কোম্পানিটি আলাদা একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে এবং ২০১৯ সালে শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে যুক্ত হয়।
রেডমির কে সিরিজ, বিশেষ করে কে৪০, কে৫০, কে৭০ ও কে৮০-এর ফোনগুলো শক্তিশালী পারফরম্যান্স ও উন্নত ফিচারের জন্য বেশ আলোচিত।