টিকটকের মার্কিন কার্যক্রম ইলোন মাস্কের কাছে বিক্রির যে খবর প্রকাশিত হয়েছে সেটি পুরোপুরি ভিত্তিহীন বলে মন্তব্য করেছে টিকটক। ব্লুমবার্গের এক প্রতিবেদনের পরই এই প্রতিক্রিয়া জানাল কোম্পানিটি।
ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কর্মকর্তারা টিকটকের মার্কিন ব্যবসা মাস্কের এক্স প্ল্যাটফর্মকে হস্তান্তরের একটি সম্ভাব্য বিকল্প বিবেচনা করছেন, যদি সুপ্রিম কোর্ট অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বর্তমানে একটি আইন পর্যালোচনা করছে। যে আইন অনুযায়ী ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে হবে, অন্যথায় অ্যাপটি নিষিদ্ধ হবে। তবে টিকটক বারবার বলেছে, তারা তাদের মার্কিন কার্যক্রম বিক্রি করবে না।
এক বিবৃতিতে টিকটকের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, আমাদের কাছে এই ধরনের সম্পূর্ণ মিথ্যা বিষয়ে মন্তব্য করার কিছু নেই।
এ বিষয়ে এক্স প্ল্যাটফর্ম বা মাস্কের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।