অ্যান্ড্রয়েডসহ যেকোনো স্মার্টফোনে প্রয়োজনীয় তথ্য ও টুল হাতের নাগালে পেতে উইজেট বেশ কাজের। ঘড়ি, আবহাওয়ার আপডেট, নোট-টেকিং, স্ক্রিন টাইম ট্র্যাকারের মতো নিত্য প্রয়োজনীয় উইজেট দৈনন্দিন কাজকে আরো সহজ করে তোলে। বারবার অ্যাপে প্রবেশ ও নোটিফিকেশন প্যানেল বের করার ঝামেলা থেকে মুক্তি দিয়ে স্মার্টফোনের হোম স্ক্রিনে নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহারের সুযোগ দেয় উইজেট। মেকইউজঅবের প্রতিবেদনে দরকারি কিছু উইজেট সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
ঘড়ি ও আবহাওয়া
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত উইজেটগুলোর মধ্যে ঘড়ি ও আবহাওয়া অন্যতম। হোম স্ক্রিনে ঘড়ি দেখা গেলেও আরো বেশকিছু ফিচার সেখানে থাকে না। উইজেটের সাহায্যে এক জায়গায় সময়, তারিখ ও পরবর্তী অ্যালার্ম দেখা যায়, যা বেশ কাজের। নিয়মিত আবহাওয়া পরিবর্তন হয় এমন জায়গায় আবহাওয়ার আপডেট সম্পর্কে ধারণা থাকা জরুরি। বারবার ওয়েবব্রাউজার বা ওয়েদার অ্যাপে যাওয়া কিছুটা বিরক্তিকরও বটে। এক্ষেত্রে উইজেটে দেয়া তথ্য থেকে খুব সহজেই হোম স্ক্রিনেই দেখে নেয়া যাবে আবহাওয়ার সর্বশেষ অবস্থা।
ব্যাটারি
প্রতিটি ফোনেই ব্যাটারি ব্যাকআপ কতটুকু আছে, তা সাধারণত স্ক্রিনের ডান পাশে ওপরে কোনায় দেখা যায়। তবে ফোনের সঙ্গে ওয়্যারলেস সাউন্ড গ্যাজেট, স্মার্টওয়াচসহ আরো গ্যাজেট কানেক্টেড থাকতে পারে। ব্যাটারি উইজেটের মাধ্যমে ফোনসহ বাকি কানেক্টেড গ্যাজেটের ব্যাটারি ব্যাকআপ এক জায়গায় দেখা যাবে।
ডিরেক্ট ডায়াল ও ফেভারিট কন্টাক্ট
একটা সময় ছিল যখন স্পিড ডায়াল বেশ ব্যবহার হতো। গুগল কন্টাক্টসের ডিরেক্ট ডায়াল উইজেট বর্তমানে একই কাজ করে। এর সাহায্যে যেকোনো একটি নম্বরে একবার স্পর্শে খুব দ্রুত ফোন কল করা যায়। এছাড়া কন্টাক্টস অ্যাপের ফেভারিটস উইজেটের সাহায্যে পছন্দের নম্বরগুলো দেখা যায়। এর মাধ্যমে কন্টাক্টস অ্যাপে প্রবেশ না করেই খুব সহজে পছন্দের নম্বরে ফোন কল করা যাবে।
ডিজিটাল ওয়েলবিং
ডিজিটাল ওয়েলবিং ফিচারের মাধ্যমে কত সময় ধরে ফোন ব্যবহার করা হচ্ছে, তা জানা যায়। শুধু তাই নয়, কোন অ্যাপে কত সময় ব্যয় করা হলো, তাও জানা যায়। ডিজিটাল ওয়েলবিং উইজেটে স্ক্রিন টাইম ও সর্বোচ্চ ব্যবহৃত তিনটি অ্যাপ দেখিয়ে থাকে। হোম স্ক্রিনে উইজেটটি রাখলে প্রাথমিক ধারণা পাওয়া যাবে নিজের স্মার্টফোন ব্যবহারের সময় সম্পর্কে।
গুগল ম্যাপস নিয়ারবাই ট্রাফিক
পথনির্দেশনার জন্য গুগল ম্যাপস নিঃসন্দেহে কাজের একটি অ্যাপ। তবে অনেকের জন্য শুধু লাইভ ট্রাফিক আপডেটটা বেশি প্রয়োজন। তাৎক্ষণিক ট্রাফিক অবস্থা জানতে হোম স্ক্রিনে উইজেটটি রাখলে অনেক বিপদ ও সময় নষ্ট থেকে বেঁচে থাকা সম্ভব।
ডিভাইস কেয়ার
উইজেটটির সাহায্যে ফোনের স্টোরেজ ও র্যাম কতটুকু ব্যবহার হচ্ছে, তা দেখা যায়। ফোনের স্টোরেজ দেখতে সাধারণত সেটিংস অপশনে যেতে হয়। কিন্তু এর সাহায্যে স্টোরেজ ও র্যাম সম্পর্কে ঝামেলাহীন তথ্য পাওয়া যায়। পাশাপাশি একটি মাত্র স্পর্শের সাহায্যে র্যাম অপটিমাইজ করার সুবিধাও থাকছে।