গুগলে সবচেয়ে বেশি সার্চ করা প্রশ্ন ‘আমার আইপি কী?’

গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা শব্দ ‘ইউটিউব’, যার সার্চ সংখ্যা প্রায় ৫৮ কোটি।

গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা শব্দ ‘ইউটিউব’, যার সার্চ সংখ্যা প্রায় ৫৮ কোটি। ২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ ওয়েব। এছাড়া গুগলে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হলো, ‘What is my IP?’ বা আমার আইপি কী, যা বছরজুড়ে ২৮ লাখবার সার্চ হয়েছে। দ্বিতীয় সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্ন হলো, ‘What to watch?’ বা ‘কী দেখব’। অন্যকিছু জনপ্রিয় প্রশ্নের মধ্যে রয়েছে, ‘কোন ডাইনোসরের ৫০০টি দাঁত ছিল?’ ও ‘আমার ট্রেন কোথায়?’ খবর ডিমান্ডসেইজ

আরও