বেতনসংক্রান্ত জালিয়াতির অভিযোগে অ্যাপলের ৫০ কর্মী বরখাস্ত

কুপারটিনো সদর দপ্তর থেকে প্রায় ৫০ কর্মীকে চাকরিচ্যুত করেছে টেক জায়ান্ট অ্যাপল।

কুপারটিনো সদর দপ্তর থেকে প্রায় ৫০ কর্মীকে চাকরিচ্যুত করেছে টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানিটির অভিযোগ, এসব কর্মী অ্যাপলের ম্যাচিং গ্র্যান্টস প্রোগ্রামের অপব্যবহার করে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। গত শুক্রবার প্রতারণায় জড়িত ছয়জনের নাম ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চাকরি থেকে বরখাস্ত হওয়া অনেক কর্মী ভারতীয় বলে জানা গেছে। এ প্রোগ্রামে কোনো কর্মী অলাভজনক প্রতিষ্ঠানে দান করলে অ্যাপলও একই পরিমাণ অর্থ দান করে। পরে ওই কর্মীদের দানকৃত অর্থ বেতনের সঙ্গে ফেরত দেয়া হয়। খবর ইন্ডিয়া টুডে

আরও