এআই প্রশিক্ষণে ব্যবহারকারীর কনটেন্ট নেয় না ব্লুস্কাই

জেনারেটিভ এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীদের কনটেন্ট নেবে না সোশ্যাল মিডিয়া স্টার্টআপ ব্লুস্কাই।

জেনারেটিভ এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীদের কনটেন্ট নেবে না সোশ্যাল মিডিয়া স্টার্টআপ ব্লুস্কাই। তাই শিল্পী ও নির্মাতারা প্লাটফর্মটিকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছেন বলে শুক্রবার এক পোস্টে জানিয়েছে কোম্পানিটি। খবর দ্য ভার্জ।

ব্লুস্কাই তাদের পোস্টে বলেছে, ‘অনেক শিল্পী ও নির্মাতা ব্লুস্কাইতে তাদের কনটেন্ট শেয়ার করেছেন। আমরা তাদের এ উদ্বেগ বুঝতে পারি। অন্যান্য প্লাটফর্মে ব্যবহারকারীর ডাটা নিয়ে এআই ট্রেনিংয়ে ব্যবহারের বিষয়ে উদ্বিগ্ন তারা। আমরা তাদের কনটেন্ট দিয়ে জেনারেটিভ এআই প্রশিক্ষণ দিই না। এমনকি ভবিষ্যতেও আমাদের এমন কিছু করার কোনো পরিকল্পনা নেই।’

তবে দ্য ভার্জ বলছে, ব্লুস্কাইয়ের রোবটস ডট টেক্সট ফাইল ডাটা স্ক্র্যাপিং প্রতিরোধ করে না। অর্থাৎ অন্যান্য কোম্পানি এখনো ব্লুস্কাইয়ের পোস্ট সংগ্রহ করে তাদের সিস্টেম প্রশিক্ষণে ব্যবহার করতে পারে। কোম্পানিটির মুখপাত্র এমিলি লিউ জানান, ব্লুস্কাই সর্বসাধারণের জন্য একটি উন্মুক্ত সামাজিক নেটওয়ার্ক। এটি অনেকটা ইন্টারনেটের অন্যান্য সাইটের মতোই। যদিও রোবটস ডট টেক্সট সবসময়ই ডাটা স্ক্র্যাপিং বন্ধ করতে পারে না। তবে ব্লুস্কাই ব্যবহারকারীদের সম্মতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়। এজন্য সঠিক নীতি তৈরিতে কাজ করছে।

এছাড়া ব্লুস্কাই এআই ব্যবহার করছে কনটেন্ট মডারেশনে, যেখানে এটি পোস্ট যাচাই করতে এবং মানুষকে ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করতে সাহায্য করছে। তবে এসব এআই সিস্টেম ব্যবহারকারীর কনটেন্ট দিয়ে ট্রেনিং করা নয় বলে জানিয়েছে ব্লুস্কাই।

বর্তমানে ব্লুস্কাইয়ের ব্যবহারকারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে স্প্যাম, স্ক্যাম ও ট্রলিংও বেড়েছে। ফলে মডারেশন টিম শক্তিশালী করতে কাজ করছে বলে দাবি ব্লুস্কাইয়ের।

অন্যদিকে ব্লুস্কাইয়ের প্রতিদ্বন্দ্বী মেটা মালিকানাধীন থ্রেডসও দ্রুত বাড়ছে। থ্রেডসের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, চলতি মাসে প্লাটফর্মে দেড় কোটির বেশি নতুন সাইন আপ হয়েছে। এদিকে মেটা স্বীকার করেছে, তারা ২০০৭ থেকে প্রকাশিত প্রায় সব কনটেন্ট এআই মডেল ট্রেনিংয়ে ব্যবহার করেছে।

আরও