ভ্রমণ আনন্দের ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করে ঋতু। একেক ঋতুতে একেকটি জায়গার সৌন্দর্য একেকরকম হয়। আবার কোনো কোনো এলাকা নির্দিষ্ট ঋতুতেই ভালো লাগে। যেমন- উত্তরবঙ্গের গরম অনেকের সহ্য না হলেও শীত কিন্তু উত্তরবঙ্গ ভ্রমণের ভালো সময়।
বাংলাদেশের আবহাওয়ায় শীতকাল ভ্রমণের জন্য বেশ উপযোগী। চলুন জেনে নেই, শীতকালে ভ্রমণের কয়েকটি আদর্শ স্থান সম্পর্কে।
সমুদ্র
শীতকালে ভ্রমণের জন্য সমুদ্র আদর্শ জায়গা। এ সময় সমুদ্র থাকে শান্ত। ফলে অন্য সময়ের চেয়ে শীতকাল সমুদ্র ভ্রমণের জন্য অনেক বেশি নিরাপদ।
সেন্ট মার্টিন
নভেম্বর থেকে মার্চ এই পাঁচ মাস সেন্ট মার্টিন ভ্রমণের আদর্শ সময়। এ সময় সেন্ট মার্টিনের অপার নীল আপনাকে ছুঁয়ে যাবে। সমুদ্র শান্ত বলে এ সময় এর মনোরম রূপ দেখা যাবে।
তেঁতুলিয়া
যারা শীত উপভোগ করতে চান, তাদের জন্য এ সময় উপযুক্ত জায়গা হলো উত্তরবঙ্গ। উত্তরে দেশের শেষ জনপদ তেঁতুলিয়া। এটি হিমালয়ের একেবারে কাছে। এ সময় তেঁতুলিয়া ঘুরে আসতে পারেন। এ সময় কুয়াশা কম থাকলে, বিশেষত দুপুরে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে সেখান থেকে।
রাজশাহী
রাজশাহী ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল। কারণ রাজশাহীর গরম সহ্য করা অনেকের পক্ষে কঠিন। এ সময় পদ্মা নদীতে পানি কম থাকে। পদ্মায় নৌকা ভ্রসণ এ সময় দুর্দান্ত অনুভূতি দেয়।
এছাড়াও শীতে ঘুরে আসতে পারেন বিভিন্ন চর ও দ্বীপ অঞ্চলে যেমন, মনপুরা দ্বীপ ও নিঝুম দ্বীপ। আবার শীতকালে হাওরে পানি না থাকলেও শীতে এসব জায়গায় অতিথি পাখির আগমন ঘটে। তাই ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওরেও।