ঈদের ছুটি মানেই বাড়ি ফেরা। স্যুটকেসে ভরে নেয়া আস্ত নাগরিক জীবন। আর তারপর যাত্রা নাড়ির টানে। ঈদের সময়টাতে সবারই যেহেতু বাড়ি ফেরার তাড়া থাকে, প্রায়ই আমরা বিভিন্নরকম বাধা-বিপত্তির সম্মুখীন হই যাত্রাপথে।
প্রতিবারের মতো এবারের ঈদের ছুটিতেও সড়ক, আকাশ বা রেলপথে ভ্রমণ করবেন অসংখ্য মানুষ। যাত্রাপথে আমরা যেন কেউ কারো বিরক্তির কারণ না হই সেদিকে লক্ষ রাখা উচিত।
অন্যের বিরক্তির উদ্রেক না করে ঈদ মৌসুমে আমাদের ভ্রমণ যেন সহজ ও সুন্দর হয় সেজন্য রইল কিছু টিপস—
- বিমানে ভ্রমণকালীন সময়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছেন কিনা দেখে নিন। যেহেতু বিমান ভ্রমণে অনেক ধরনের নিয়মকানুন থাকে, দ্রুত এয়ারপোর্ট পৌঁছে যাওয়াই ভালো। যারা দেশের বাইরে ভ্রমণ করবেন অন্তত ৩ ঘণ্টা আগে এয়ারপোর্টে পৌছান। দেশের অভ্যন্তরে হলে ১ ঘণ্টাই যথেষ্ট।
- ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনি যদি সঙ্গে লাগেজ বা ব্যাগ নিয়ে থাকেন তবে জেনে নিন কতটুকু ওজন আপনি নিতে পারবেন। এটি এয়ারলাইন্স ভেদে ভিন্ন হয়ে থাকে।
- দূরপাল্লার যাত্রার সময় দরকার না থাকলে আপনার ফোনটি ফ্লাইট মোডে রাখুন। নইলে ফোনের ব্যাটারি ডিসচার্জ হবে দ্রুত। ফোনের ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখুন এবং সম্ভব হলে সঙ্গে পাওয়ার ব্যাংক রাখুন।
- ঈদের ছুটিতে ভ্রমণের চাপ দেশের সব জায়গাতেই থাকে। সেজন্য আগেভাগে টিকিট করে রাখুন।
- সঙ্গে নগদ টাকা কম রাখুন। চুরি, ছিনতাই, ডাকাতির মতো যেকোনো দুর্ঘটনায় এতে ক্ষতি কম হবে। এটিএম বা অনলাইন ট্র্যানজেকশন করুন। নগদ টাকা থাকলেও চেষ্টা করুন কয়েক ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন জায়গায় রাখুন।
- যাত্রাপথে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট স্থান খুঁজে পাওয়ার আগে কোনো ব্যাগে ময়লা জমিয়ে রাখুন।
- দয়া করে ট্রেনে, প্লেনে, রেস্তোঁরায় অর্থাৎ সব পাবলিক প্লেসে অযথা চিৎকার চেচামেচি করবেন না। বাচ্চাদেরও সামলে রাখুন। যাত্রাকালীন সময়ে মাঝরাতে বা ভোরবেলা অহেতুক আলো জ্বালিয়ে, জোরে জোরে কথা বলে বা গান বাজিয়ে বাকিদের বিরক্তির কারণ হবেন না।
- কখনোই অন্যের সিটে বসে পড়বেন না। এটা ভ্রমণকালীন সাধারণ শিষ্টতার মধ্যে পড়ে।
- বিনা টিকিটে ভ্রমণ করবেন না।
- অনেকের মধ্যেই বিমান ল্যান্ড করার আগেই সিটবেল্ট খুলে উঠে পড়া অথবা ট্রেন বা বাস থামার আগেই হুড়মুড়িয়ে নামার প্রবণতা দেখা যায়। এটি একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও অশোভন একটি চর্চা। এ কাজটি করবেন না।
এই ঈদে প্রিয়জনকে নিয়ে আপনার ঈদ হোক আনন্দময় ও স্মরণীয়। যাত্রাপথে নিজে সতর্ক থাকুন ও অন্যকে সহায়তা করুন। নিজের ও পরিবারের সঙ্গে আশপাশের মানুষের ঈদ যাত্রাও যেন শুভ হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমাদেরই। ঈদ মোবারক!