শিশুর ভ্রমণ প্রস্তুতি

শিশুদের সঠিক সময়ে খাওয়া, খেলা, ঘুম— সবকিছুর ওপর কড়া নজর রাখতে হয় মা–বাবার, হতে হয় একটু বেশিই যত্নবান। সে কারণে মা-বাবারা সাধারণত শিশুকে নিয়ে ভ্রমণে খুব একটা আগ্রহী হন না। কিন্তু শিশুর বিকাশে ভ্রমণও বেশ গুরুত্বপূর্ণ। ছোট ছোট কিছু প্রস্তুতি নিলেই শিশুদের নিয়ে বেড়িয়ে আসা যাবে ইচ্ছেমতো যেকোনো জায়গায়।

শিশুর ভ্রমণ আরামদায়ক ও আনন্দময় করা সবচেয়ে বেশি জরুরি। যেখানে ভ্রমণে যাবেন সেখানকার আবহাওয়া সম্পর্কে জেনে নিতে হবে আগেই। সে অনুযায়ী শিশুর জামাকাপড় নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে, শিশুর পোশাক যেন আঁটসাঁট না হয়। শিশু পটি ট্রেইনড না হলে, যেকোনো সময় যেন ডায়াপার বদলানো যায় সেটা খেয়াল রাখতে হবে। যে সমস্ত শিশু মায়ের বুকের দুধ খায় তাদের বুকের দুধ খাওয়ানোর সময় যেন কোনো সমস্যা না হয় এবং ঘুমানোর সময় জামাকাপড়ের জন্য বাচ্চা যেন অস্বস্তিবোধ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

ভ্রমণের সময় জানালার পাশের আসনে বসলে শিশু ভ্রমণের সময়ে খুব বেশি বিরক্ত করবে না। অনেক সময় শিশুরা ট্রেনে, বাসে বা বিমানে বেশি মানুষ দেখে ঘাবড়ে যায়, তখন তাকে জানালার বাইরে বিভিন্ন জিনিস দেখিয়ে শান্ত করা যায়।

কোন কোন খাবারে শিশুর অ্যালার্জি রয়েছে, সে অনুযায়ী খাবারের তালিকা তৈরি করে রাখতে হবে। সাধারণ কিছু ওষুধ, যেমন- নাকের ড্রপ, গ্যাস্ট্রিকের জন্য ওষুধ, খাবার স্যালাইন এবং অ্যান্টি-ভমিটিং ওষুধ সঙ্গে রাখতে হবে।

বিমান উড্ডয়ন বা অবতরণের সময় শিশুদের কান বন্ধ হয়ে যাওয়া এবং একটু শ্বাসকষ্ট হতে পারে। উড্ডয়নের কিছু সময় আগে খাইয়ে যদি হালকাভাবে পিঠ চাপড়ে ঢেঁকুর তোলানো যায়, তবে বাচ্চাদের খুব একটা সমস্যা হবে না।

শিশুর পছন্দের কিছু খেলনা ভ্রমণের সময় সাথে রাখতে হবে। এতে শিশু বিরক্ত করা ও কান্নাকাটি করা থেকে বিরত থাকবে।

আরও