ভ্রমণপিপাসুদের মধ্যে ক্রমশই বাড়ছে একক ভ্রমণের প্রবণতা। একেবারে একা ঘুরতে যাওয়া বা সলো ট্রিপের মানে হলো স্বাধীনতার উদযাপন। আবার কেউ কেউ মনে করেন একক ভ্রমণ মানে নিজের অন্তরের চেতনার সঙ্গে একাত্মতার যাত্রা।
তবে নারীদের ক্ষেত্রে সলো ট্রিপের বিষয়টিকে এখনো অনেক সমাজ সহজভাবে নিতে পারে না। আবার কখনো কখনো সলো ট্রিপ বিপজ্জনকও হয়ে উঠতে পারে। তাই বলে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখারও কোনো অর্থ হয় না। প্রতিটি নারীরই জীবনে একবার সোলো ট্রাভেলের অভিজ্ঞতা নেয়া উচিত। এতে করে নিজেকে জানা আরো সহজ হয়।
ব্যাগ হালকা রাখুন
লাগেজ গোছানোর সময়, বেশি জিনিস বহন করবেন না। খুব প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিন। তা নাহলে ভারি ব্যাগ বহন করা অতিরিক্ত ঝামেলা বলে মনে হবে।
সচেতন থাকুন
চারপাশ সম্পর্কে সচেতন থাকুন। আপনার সহযাত্রীদের থেকে সাবধান থাকুন। আপনি যদি অনুভব করেন, কেউ আপনাকে অনুসরণ করছে, তবে রাস্তা বদল করুন। সব সময় ভিড়ের মধ্যে থাকার চেষ্টা করুন। জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন।
পিপার স্প্রে বহন করুন
এই ছোট আইটেমটি আপনার ব্যাগের খুব বেশি জায়গা দখল করবে না। অতর্কিত যেকোনো আক্রমণ প্রতিরোধে ব্যবহার করুন।
দিনের বেলা গন্তব্যে পৌঁছান
যেহেতু নতুন এবং অচেনা জায়গা, এমনভাবে টিকিট বহন করুন যাতে দিনের আলো থাকতেই আপনি গন্তব্যে পৌঁছে যান।
ভ্রমণের পরিকল্পনা জানান
ভ্রমণে যাওয়ার আগে কিংবা যাওয়ার পরপরই ভ্রমণের সূচি, হোটেল রিজার্ভেশন তথ্য এবং যেকোনো পরিকল্পিত কার্যক্রম সম্পর্কে পরিবার অথবা বিশ্বাসযোগ্য বন্ধুদের জানিয়ে রাখা ভালো। সে ক্ষেত্রে যেকোনো বিপদে সহজে সহায়তা পাওয়া সম্ভব হবে।
ইমার্জেন্সি নম্বর জেনে রাখুন
অপরিচিত জায়গায় ভ্রমণের সময় আশপাশের থানা, হাসপাতাল এবং স্থানীয় পরিচিত মানুষের মোবাইল ফোন নম্বর জেনে রাখুন।
নিরাপদ এলাকা বেছে নিন
গন্তব্যের সবচেয়ে নিরাপদ এলাকাগুলো সম্পর্কে জেনে ভ্রমণের পরিকল্পনা করুন। নিরাপদ রাস্তা ও গণপরিবহন সম্পর্কে ধারণা রাখুন। হোটেলে নিচতলার রুম এড়িয়ে চলার চেষ্টা করুন। হোটেলে একবার চেকইন করার পর রুমে থাকাকালে দরজা তালাবদ্ধ এবং নিরাপত্তা চেইন লাগিয়ে রাখা ভালো।