বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে যা করবেন

দেশের বাইরে অন্তত একবার ভ্রমণের স্বপ্ন সবারই থাকে। কেউ কেউ সেই সুযোগও পেয়ে যান। তবে প্রথমবার বিদেশ গমনের সময় পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেক সময় কিছু ভুল হয়ে যায়। ক্ষেত্রবিশেষে যা বড় রকমের সমস্যা সৃষ্টি করে।

বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে বেশ কিছু কাজ থাকে, যেগুলো সম্পর্কে ঠিক মত জানা না থাকলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে করণীয় কাজগুলো জেনে রাখা ভালো -

১) ব্যাগ সংগ্রহ

বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়াতে হবে। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নাম্বার দেয়া থাকবে, সেটা খেয়াল করতে হবে। নাম্বার অনুযায়ী ব্যাগ সংগ্রহ করতে হবে।

২) কাস্টমস

আপনার কাস্টমস ডিক্লারেশন ফরম সাথে রাখতে হবে। কাস্টমস অফিসার সেটি দেখতে চাইলে দেখাতে হবে।

৩) হারানো ব্যাগ খোঁজা

বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ক্লেইম ফরম পূরণ করতে হবে। প্রয়োজনে তথ্য কেন্দ্রের সহায়তা নিতে পারেবেন। এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে দেবে এবং আপনার ঠিকানায় যোগাযোগ করে আপনার হারানো ব্যাগ আপনার কাছে পৌঁছে দেবে। না পাওয়া গেলে টিকিটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেবে।

আরও