ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৬ জুন) এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে খামেনির ওপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। খবর টাইমস অফ ইসরায়েল।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, দেখুন, আমরা আমাদের প্রয়োজনীয় কাজটাই করছি। আমি বিশদে যেতে চাই না, তবে আমরা তাদের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করেছি। এটি কার্যত হিটলারের পারমাণবিক দল।
নেতানিয়াহু দাবি করেন, ইরানি শীর্ষ নেতৃত্বকে টার্গেট করলেও তা সংঘাতকে উসকে দেবে না; বরং সেটাই হবে যুদ্ধের পরিসমাপ্তির পথ।
তেহরান থেকে আসা যুদ্ধবিরতি ও পারমাণবিক আলোচনায় ফেরার ইঙ্গিতকে নেতানিয়াহু গুরুত্ব দিতে নারাজ। তার ভাষায়, তারা শুধু ভুয়া আলোচনার ভান করে। মিথ্যা বলে, প্রতারণা করে, আর আমেরিকাকে ঘোরানোর চেষ্টা করে। আমাদের কাছে খুব নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে।
এবিসি নিউজকে দেওয়া এই সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, ইসরায়েলের লড়াই শুধু তাদের নিজেদের নয়, বরং একটি বৃহত্তর পশ্চিমা স্বার্থ রক্ষার লড়াই। ট্রাম্পপন্থী ‘আমেরিকা ফার্স্ট’ ঘরানার নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি না — আমরা আপনাদের শত্রুর বিরুদ্ধেও লড়ছি। তারা বলে ‘ইসরায়েলের মৃত্যু চাই’, ‘আমেরিকার মৃত্যু চাই’। আমরা কেবল তাদের পথে আছি। আর এ হুমকি খুব শিগগিরই আমেরিকায়ও পৌঁছাতে পারে।’
ইরান ইসরায়েলের জন্য হুমকি উল্লেখ করে নেতানিয়াহু আরো বলেন, ‘তেমনই হুমকি আমাদের আরব প্রতিবেশীদের জন্য, ইউরোপের জন্য, আমেরিকার জন্য। যারা বলে আমেরিকার মৃত্যু চাই, তাদের বিরুদ্ধে দাঁড়ানো কি শুধু আমাদের দায়িত্ব? এটা কূটনৈতিক দুরদৃষ্টি নয়, এটি সম্পূর্ণ অন্ধতা।’