তেহরানে অবস্থিত অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর কাছাকাছি বসবাসরত ইরানিদের জন্য সরে যাওয়ার হুঁশিয়ারি জারি করেছে ইসরায়েল। রোববার (১৫ জুন) এই সতর্কবার্তা জারির কারণ হল— ইসরায়েল ও ইরানের মধ্যে শুক্রবার থেকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। খবর রয়টার্স।
এক বিবৃতিতে বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী এইসব স্থাপনায় হামলা চালাবে এবং তেহরানসহ যেখানেই হোক, ইরানি সাপের চামড়া খুলে ফেলতে থাকবে। লক্ষ্য হবে তাদের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থা।‘
এর আগে, ইরানের অস্ত্র কারখানা ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর আশপাশে বসবাসকারী সাধারণ জনগণকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এক সামরিক মুখপাত্র আরবি ও ফার্সি ভাষায় এক্স-এ পোস্ট করে এ নির্দেশনা জানান।
ওই মুখপাত্র বলেন, হুঁশিয়ারির আওতায় সমস্ত অস্ত্র কারখানা ও তা সমর্থনকারী স্থাপনাগুলো পড়েছে।
শুক্রবার ইসরায়েল ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক হামলা চালায়। তাদের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেয়া এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা।