অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পর্যটকদের জনপ্রিয় স্থান ব্রিবি দ্বীপের উরিম সমুদ্রসৈকতে হাঙরের আক্রমণে এক কিশোরী নিহত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ। খবর সিএনএন।
পুলিশের এক মুখপাত্র জানান, সাঁতারের সময় তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে হাঙরের আক্রমণে ওই কিশোরী গুরুতর আহত হয়। পরে সে মারা যায়।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমে জানানো হয়েছে, নিহত কিশোরীর বয়স ১৭ বছর।
স্থানীয় বাসিন্দা ক্রিস্টোফার পটার জানান, এই সৈকত সাধারণত সাঁতারুদের কাছে জনপ্রিয়। তবে তীরের এত কাছে হাঙরের আক্রমণের ঘটনা তাকে বিস্মিত করেছে।