কিম জং উন

পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া

কেসিএনএ জানায়, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদনকেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেন, শত্রু দেশগুলোর সঙ্গে অনিবার্য সংঘর্ষের বিষয়ে সতর্ক থাকতে হবে। ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর।

উত্তর কোরিয়া অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ খবর জানিয়েছে। খবর এএফপি

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন।

কেসিএনএ জানায়, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদনকেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেন, শত্রু দেশগুলোর সঙ্গে অনিবার্য সংঘর্ষের বিষয়ে সতর্ক থাকতে হবে। ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর।

তিনি আরো বলেন, ‘দেশের পরমাণু শক্তির পাশাপাশি আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান জোরদার করা হচ্ছে।’

রিপোর্টে বলা হয়েছে, কিম গত শনিবার সমুদ্র থেকে ভূ-পৃষ্ঠে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন।

গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ‘ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।’

ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠক করেছিলেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি এবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি কিমকে এক জন ’স্মার্ট লোক’ হিসেবে অভিহিত করেছেন।

দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ২০২২ সালে নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল।

আরও