স্টাফের বাহুতে হাত রাখায় মন্ত্রিত্ব ছাড়লেন অ্যান্ড্রু বেইলি

পদত্যাগ প্রসঙ্গে এক বিবৃতিতে অ্যান্ড্রু বেইলি বলেন, গত সপ্তাহে আমি এক কর্মীর সঙ্গে কাজ নিয়ে উত্তেজিতভাবে আলোচনা করছিলাম। সে সময় ঘটনার উত্তেজনায় সেই কর্মীর বাহুতে হাত রাখি আমি, যা পুরোপুরি অনুপযুক্ত ছিল।

এক স্টাফ বা কর্মীর বাহুতে হাত রেখেছিলেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এরপর এ ঘটনায় ‘অত্যাধিক কর্তৃত্বপূর্ণ’ আচরণের অভিযোগে পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি। খবর বিবিসি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) অ্যান্ড্রু বেইলি বলেন, তিনি ঘটনাটির জন্য গভীরভাবে দুঃখিত এবং ঘটনাস্থলে কোনো তর্কাতর্কি হয়নি, বরং ‘উত্তেজনাপূর্ণ আলোচনা’ হচ্ছিল।

মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেও তিনি সংসদ সদস্য হিসেবে বহাল থাকবেন।

পদত্যাগ প্রসঙ্গে এক বিবৃতিতে অ্যান্ড্রু বেইলি বলেন, গত সপ্তাহে আমি এক কর্মীর সঙ্গে কাজ নিয়ে উত্তেজিতভাবে আলোচনা করছিলাম। সে সময় ঘটনার উত্তেজনায় সেই কর্মীর বাহুতে হাত রাখি আমি, যা পুরোপুরি অনুপযুক্ত ছিল।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানান, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেইলি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কর্মীর সঙ্গে ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)।

লাক্সন বলেন, সরকার এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিয়েছে, যা বেশ দ্রুত ও দৃষ্টান্তমূলক।

তবে, লাক্সনের পদক্ষেপের কঠোর সমালোচনা করে বিরোধী লেবার নেতা ক্রিস হিপকিন্স বলেন, ক্রিস্টোফার লাক্সন মন্ত্রীদের আচরণের জন্য যে মানদণ্ড নির্ধারণ করেছেন, তা এতটাই নিচু যে সেটি অতিক্রম করাই প্রায় অসম্ভব আর ঘটনাটিকে পুরো সপ্তাহ টেনে নেয়ারও দরকার ছিল না।

অ্যান্ড্রু বেইলি নিজেও বলেন, সিদ্ধান্তের ব্যাপারে তাকে তার পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে। আগেই গণমাধ্যমের সামনে এ নিয়ে কথা বলা তার জন্য কঠিন হতো।

আরও