ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারগান্দি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় প্রায় এক হাজার ৮০০ ইরানি আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) জাফারগান্দি জানান, ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৮০০ সাধারণ নাগরিক আহত হয়েছেন। যাদের অধিকাংশই বেসামরিক। খবর ইরানের সংবাদ সংস্থা ইরনা।
উত্তর তেহরানের কুদস স্কয়ারে হামলা নিয়ে ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই বিস্ফোরণে ৫৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১২ জন পরে মারা যান। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৩৫ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।
তিনি জানান, ইসরায়েলি শাসকগোষ্ঠী ১৩ জুন রাতে কোনো ধরনের উসকানি ছাড়াই ইরানি ভূখণ্ডে হামলা শুরু করে। যার লক্ষ্য ছিল আবাসিক ভবনসহ বিভিন্ন স্থান। এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানায় বহু বেসামরিক নাগরিক নিহত হন।