বিশ্লেষকদের অভিমত

ইরানকে হালকাভাবে নিয়েছিল ইসরায়েল, দ্রুত পুনর্গঠিত হয়েছে তেহরান

বিশ্লেষকরা বলছেন, ইরানকে হালকাভাবে নিয়েছিল ইসরায়েল। ভেবেছিল সামরিক অবকাঠামো আর কয়েকজন সামরিক কমান্ডারকে হত্যা করলেই ইরানের নেতৃত্ব কাঠামো ধসে পড়বে। তবে যুদ্ধক্ষেত্রের ক্ষত থেকে জ্বলে উঠেছে ইরান। যুদ্ধের সংজ্ঞা পাল্টে দিয়ে খুব দ্রুত সামরিক নের্তৃত্ব পুর্নগঠন করেছে দেশটি।

শুক্রবার মধ্যরাতে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয় হামলা চালিয়ে বিস্তৃত যুদ্ধের সূচনা করেছে ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ইসরায়েলও থেমে নেই। তেল আবিবের হামলার জবাব না দিয়ে আপাতত থামবে না তেহরান।

ইরানের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সংঘাতের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে, ইসরায়েলি হামলার মধ্যে ইরান যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। দেশটি কেবল তখনই গঠনমূলক আলোচনায় আগ্রহী হবে, যখন ইসরায়েলি হামলার জবাব দেয়া শেষ হবে।

সোমবার সকালে হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি- এপি

শুধু কথায় নয়, কাজেও সেটা প্রমাণ করছে তেহরান। সোমবার ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এছাড়া বন্দরনগরী হাইফাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে জ্বলছে হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্র। এছাড়া, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের একটি আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিএনএনের জেরুজালেম প্রতিনিধি জানিয়েছেন, চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে ইসরায়েলিরা।

ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য মতে, ইরানের পাল্টা হামলায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ইরানকে হালকাভাবে নিয়েছিল ইসরায়েল। ভেবেছিল সামরিক অবকাঠামো আর কয়েকজন সামরিক কমান্ডারকে হত্যা করলেই ইরানের নেতৃত্ব কাঠামো ধসে পড়বে। কোইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্র্যাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিটা পারসির মতে, যুদ্ধক্ষেত্রের ক্ষত থেকে জ্বলে উঠেছে ইরান। যুদ্ধের সংজ্ঞা পাল্টে দিয়ে খুব দ্রুত সামরিক নেতৃত্ব পুনর্গঠন করেছে দেশটি।

সিএনএনকে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্র এখন আর কেবল অস্ত্রের নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক সংকেত, কৌশলগত বার্তা, আর জাতীয় আত্মপরিচয়ের লড়াই।’

আরও