তিন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, নিহত ৩: পাকিস্তান সেনাবাহিনী

বুধবার রাত ১টা ৬ মিনিটে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ অভিযোগ করেন।

পাকিস্তানের ভাওয়ালপুর, কোটলি এবং মুজাফ্‌ফরাবাদে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার রাত ১টা ৬ মিনিটে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ অভিযোগ করেন। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘কিছু সময় আগে ভারতের কাপুরুষোচিত শত্রু বাহিনী ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবহানউল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরাবাদের তিনটি স্থানে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান এরই মধ্যে আকাশে টহলে রয়েছে। তবে হামলাগুলো ভারতীয় আকাশসীমার ভেতর থেকেই চালানো হয়েছে। ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি বলেও জানান তিনি।’

এ ঘটনাকে কাপুরুষোচিত ও লজ্জাজনক আক্রমণ আখ্যা দিয়ে জেনারেল চৌধুরী বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই—পাকিস্তান এর উপযুক্ত জবাব দেবে, তবে সময় ও স্থান বেছে নিয়ে। এই ন্যক্কারজনক উসকানির জবাব অবশ্যই দেওয়া হবে।’

প্রসঙ্গত, ভারশাসিত কাশ্মীরে সাম্প্রতিক এক জঙ্গি হামলার প্রেক্ষাপটে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে এ ধরনের সামরিক পদক্ষেপ নেয়া হলো বলে দাবি পাকিস্তানের।

আরও