লস অ্যাঞ্জেলেসের দাবানলে বাড়ছে ধ্বংসযজ্ঞ, বাড়তে পারে ঝোড়ো হাওয়া

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার ঝোড়ো বাতাসের গতি আরো বাড়তে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল পৌঁছতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। শহরের মেয়র কারেন বাস জানিয়েছেন, হারিকেনের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেয়া হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসে তিনটি দাবানল এখনো জ্বলছে। এর মধ্যে সবচেয়ে বড় পালিসেডস দাবানলে ২৩ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে ইটন ফায়ারসহ অন্যান্য এলাকায় অন্তত ২৪ জনের মৃত্যু ও ২৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া বাতাসের গতি বাড়ায় আরো বড় রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার ঝোড়ো বাতাসের গতি আরো বাড়তে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল পৌঁছতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। শহরের মেয়র কারেন বাস জানিয়েছেন, হারিকেনের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেয়া হচ্ছে।

সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে ৯ জন ও অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন।

এদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়া এডিসন ও লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ না করা ও যথেষ্ট পানি সরবরাহে ব্যর্থতার কারণে আগুন নেভানো কঠিন হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা সাহায্যে এগিয়ে এসেছেন। এক রেস্তোরাঁ মালিক প্রতিদিন ৫০০ জনকে খাবার সরবরাহ করছেন। অনেকের বাড়ি পুড়ে যাওয়ায় নতুন বাড়ি ভাড়া নেয়াও কঠিন হয়ে পড়েছে।

আরও