ক্যালিফোর্নিয়ায় আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, লস অ্যাঞ্জেলেসের চারপাশের দাবানলকে উস্কে দেয়া তীব্র বাতাস এই সপ্তাহে আবার বাড়তে পারে। এরই মধ্যে অগ্নিনির্বাপক কর্মীরা তিনটি দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন। খবর বিবিসি।
রোববার (১২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল জানিয়েছে, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪-এ উন্নীত হয়েছে। ইটনে ১৬ জন এবং প্যালিসেডস এলাকায় ৮ জনের মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১৬ জন। লস অ্যাঞ্জেলেসের আশপাশে তিনটি জায়গা পুড়ছে দাবানলে।
স্থানীয় কর্মকর্তারা সতর্ক করেছেন যে তুলনামূলকভাবে শান্ত এক সপ্তাহান্তের পর, প্রচণ্ড শুষ্ক সান্তা আনা বায়ুপ্রবাহ রোববার রাত থেকে বুধবার পর্যন্ত ঘণ্টায় ৬০ মাইল (৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা) পর্যন্ত বেগে প্রবাহিত হতে পারে। এতে বাড়তে পারে দাবানল।
বাতাস বাড়ার আগেই, শহরের দুই প্রান্তে জ্বলতে থাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্যালিসেডস এবং ইটনের দাবানল থামানোর ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীদের সহায়তা করছে আটটি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে আগত বিভিন্ন দল।
সবচেয়ে বড় দাবানলটি পুড়িয়েছে প্যালিসেডস। সেখানে এরই মধ্যে পুড়ে গেছে ২৩ হাজার একরের বেশি এলাকা। অন্যদিকে ইটনে ধ্বংস হয়েছে ১৪ হাজার একরের বেশি এলাকা। হার্স্টের দাবানল ৭৯৯ একরে ছড়িয়ে পড়েছিল। এরপর তা প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রের বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকিউওয়েদার এই দাবানলে প্রাথমিক আর্থিক ক্ষতির পরিমাণ ২৫ হাজার কোটি থেকে ২৭ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে।