চ্যানেল ফোরটিন-এর প্রতিবেদন

‘ইরানি সরকারকে অস্থিতিশীল করতে সক্রিয়ভাবে কাজ করছে ইসরায়েল’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল ইরানে সরকার পরিবর্তন চায় না।

চ্যানেল ফোরটিন-এর কূটনৈতিক প্রতিবেদক তামির মোরাগ বলেন, ‘নতুন অনুমোদিত এই হামলা পরিকল্পনার অংশ হিসেবে তেহরানে সরকারঘেঁষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, এবং সেই সঙ্গে বেসামরিক মানুষদের ব্যাপক সংখ্যায় সরানো হবে—যাতে করে সরকারের ওপর চাপ তৈরি হয়।‘

ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ফোরটিন এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একটি নতুন হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, যার লক্ষ্য তেহরান থেকে গণহারে বেসামরিকরা পালিয়ে যাবে এবং অস্থিতশীল হবে ইরানের সরকার। খবর আল জাজিরা।

চ্যানেল ফোরটিন-এর কূটনৈতিক প্রতিবেদক তামির মোরাগ বলেন, ‘নতুন অনুমোদিত এই হামলা পরিকল্পনার অংশ হিসেবে তেহরানে সরকারঘেঁষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, এবং সেই সঙ্গে বেসামরিক মানুষদের ব্যাপক সংখ্যায় সরানো হবে—যাতে করে সরকারের ওপর চাপ তৈরি হয়।‘

মোরাগ এক্স-এ পোস্ট করে বলেন, ‘এই পরিকল্পনার উদ্দেশ্য হল তেহরান থেকে বেসামরিক নাগরিকদের ব্যাপকভাবে সরিয়ে একটি গণপলায়নের পরিস্থিতি সৃষ্টি করা—যা সরকারের ওপর শক্তিশালী চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে কাজ করবে এবং সেটি সরকারের স্থিতিশীলতা নষ্ট করতে পারে।‘

মোরাগ আরো জানান, এক নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘প্রতিদিন এই পরিকল্পনার মাত্রা বাড়বে এবং এর ফলাফল আসতে থাকবে।‘

তবে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল ইরানে সরকার পরিবর্তন চায় না। তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত ইরানি জনগণের নেয়া উচিত।‘

আরও